আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় স্ত্রীর চুল টেনে ধরে ভয়াবহ হামলা স্বামীর। স্ত্রীর চুল টেনে ধরেই গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ। স্ত্রীর গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত রাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরে। পুলিশ সূত্রে জানা গেছে, ভরা রাস্তায় স্ত্রীর উপর স্বামীর হামলা চালানোর ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই যুবতী গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালেশ্বরের পোথানা মহল্লা গ্রামে। ভরা রাস্তায় স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা চলছিল। আচমকাই স্ত্রীর চুল টেনে ধরে তাঁর গলায় ছুরি চালান স্বামী। ঘটনাটি দেখেই স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে নিয়ে যান পথচলতি মানুষরা। অভিযুক্ত যুবককেও আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের শেখ আমজাদ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই যুবতী আলাদা ছিলেন। ভাড়া বাড়িতে একাই থাকতেন। তা নিয়েই দুজনের মধ্যে ঝামেলা ছিল। অশান্তির জেরেই স্ত্রীর উপর হামলা করেন।
প্রসঙ্গত, দিন কয়েক এমন এক হত্যাকাণ্ড ঘটেছিল। নিত্যদিন ঝামেলা। অশান্তিতে জেরবার হয়ে পড়েছিলেন ৩৭ বছরের যুবক। অবশেষে ভরা রাস্তায় স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। যে ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারাও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ১৫-তে। শনিবার সকালেই ওই এলাকায় ৩০ বছর বয়সি তরুণীকে কুপিয়ে খুন করেন ৩৭ বছরের করণ সিং। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত করণ আদতে মধ্যপ্রদেশের পান্না জেলার আত্রাই গ্রামের বাসিন্দা। সম্প্রতি দিল্লির পীতমপুরা এলাকায় বসবাস শুরু করেন। অন্যদিকে তাঁর স্ত্রী ও সন্তানরা গুরুগ্রামের প্যাটেল নগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ আরও জানিয়েছে, শনিবার সকাল ন'টা নাগাদ ভরা রাস্তায় খুনের ঘটনাটি ঘটেছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয়। মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম, ধন্যি তরফে পাপিতা। তিনি পরিচারিকা হিসেবে কাজ করতেন।
তরুণীর ভাই থানায় জানিয়েছেন, করণ নিত্যদিন স্ত্রীকে মারধর করতেন। দাম্পত্য কলহের জেরেই স্বামীকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন ধন্যি। তাঁর বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করেন তরুণীর ভাই। সেই ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানান, পুরনো এক ঝামেলার জেরে খুনের ঘটনাটি তিনি ঘটিয়েছেন। ভরা রাস্তায় স্ত্রীকে তার থেকে পাঁচবার কুপিয়ে খুন করেন তিনি।