সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার আলিপুরদুয়ারে লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রাক্তন আরপিএফ জওয়ানের। বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কের গ্যারগেন্দা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম প্রদীপরঞ্জন ঘোষ (৬১)। তাঁর বাড়ি আলিপুরদুয়ার রেল জংশনের কালীবাড়ি কলোনীতে। জানা গিয়েছে, মাদারিহাটের রাঙালিবাজনায় প্রদীপরঞ্জনবাবুর মেয়ের বিয়ে হয়েছে। এদিন বেলা ২টো নাগাদ মেয়ের স্কুটি চালিয়ে প্রদীপরঞ্জনবাবু তাঁর পুরনো কর্মস্থল বীরপাড়ার দলগাঁও স্টেশনে যাচ্ছিলেন। এশিয়ান হাইওয়ে সড়কের গ্যারগেন্দা সেতুর কাছে পিছন থেকে একটি লড়ি সজোরে প্রদীপরঞ্জনবাবুর স্কুটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্কুটি সহ তিনি ছিটকে পড়ে যান রাস্তায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, “ময়নাতদন্তের জন্য প্রদীপরঞ্জনবাবুর দেহটি রবিবার হাসপাতালে পাঠানো হবে। ঘাতক লরির খোঁজে তল্লাশি চলছে।”