‘তামিলদের মায়ের মতো আগলে রাখতেন’, রাজীব হত্যাকারী প্রভাকরণের প্রশংসায় বিজয়, নেপথ্যে কোন অঙ্ক?
প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যকারী ভেলুপিল্লাই প্রভাকরণের ভূয়সী প্রশংসা করলেন তামিল সুপারস্টার তথা টিভিকে সুপ্রিমো থলপতি বিজয়। তিনি বলছেন, “প্রভাকরণ তামিল সন্তানদের মাতৃসম ভালোবাসা দিয়েছেন।” বঞ্চিত শ্রীলঙ্কান তামিলদের কণ্ঠস্বর ছিলেন প্রভাকরণ।
তামিলনাড়ুর ভোটের আগে প্রকাশ্যে বিজয় যেভাবে প্রভাকরণের প্রশংসা করলেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। LTTE-র শীর্ষ নেতা প্রভাকরণ দীর্ঘদিন শ্রীলঙ্কায় পৃথক তামিল রাষ্ট্রের জন্য লড়াই করেছেন। প্রায় ৩ দশকের লড়াইয়ে শেষ পর্যন্ত তাঁকে পরাজিত হতে হয় ভারতের পাঠানো শান্তিসেনার জন্য। ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনা প্রভাকরণকে হত্যা করে। তবে এখনও তামিলনাড়ুর কট্টর দ্রাবিড়পন্থী বা তামিলপন্থীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা আছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মৎস্যজীবী তামিলদের জন্য এখনও প্রভাকরণ ঈশ্বরসম। সমস্যা হল, তামিলনাড়ুর মূলধারার রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে প্রভাকরণের প্রশংসা করতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যায়। কারণ তাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে রাজীব গান্ধীর হত্যা।
অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যার নেপথ্যের মাস্টারমাইন্ড ছিলেন LTTE-র ততকালীন সুপ্রিম কম্যান্ডার প্রভাকরণ এবং তাঁর গোয়েন্দাপ্রধান পট্টু আম্মান। এই মুহূর্তে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। তাঁদের সঙ্গে আবার কংগ্রেসের জোট। ফলে প্রভাকরণ নিয়ে স্ট্যালিন বরাবর খানিকটা অস্বস্তিতে থাকেন। সেই অস্বস্তিকেই কাজে লাগাতে চাইছেন বিজয়। তিনি শনিবার বলেছেন, “প্রভাকরণ বরাবর তামিল সন্তানদের মাতৃসম ভালোবাসা দিয়েছেন। সেটা তামিলনাড়ু হোক, শ্রীলঙ্কার হোক, বা বিশ্বের অন্য প্রান্তের।” বিজয় সাফ বলেছেন, “ভিনদেশে বসবাসকারী তামিলদের সঙ্গে আমাদের নাড়ির টান। তাই ওদের জন্য সুর চড়ানো আমাদের কর্তব্য।”
আসলে তামিলনাড়ুতে এবার বিজেপি এআইএডিএমকে-কে একসুরে আক্রমণ করে তামিল আবেগকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। আর বিজয় রাজ্যের সংবেদনশীল ইস্যুকে খুঁচিয়ে তুলে স্ট্যালিনকে ব্যাকফুটে ফেলে কট্টর তামিল ভোটে থাবা বসাতে। সেজন্য তাঁর হাতিয়ার প্রভাকরণ আবেগ।