পুলিশ সেজে ডিজিটাল অ্যারেস্ট, ১ কোটি টাকা খোয়ালেন হায়দরাবাদের প্রবীণ
প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। জালে পড়ে ১ কোটি ৩৮ লক্ষ টাকা খোয়ালেন এক প্রবীণ। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর এক অপচারিত নম্বর ফোন আসে ওই প্রবীণের কাছে।ফোনের ওপারে থাকা এক ব্যক্তি নিজেকে টেলিফোন সংস্থার কর্মী বলে দাবি করেন। এরপরই তিনি মদন কুমার নামে অন্য এক ব্যক্তির কাছে ফোনটি হস্তান্তর করে। মদন নিজেকে পুলিশের আধিকারিক হিসাবে পরিচয় দেয়। এরপর ওই প্রবীণকে ভয় দেখিয়ে বলা হয়, বেঙ্গালুরুতে একটি খুনের ঘটনার সঙ্গে তাঁর ফোনের যোগসূত্র মিলেছে। এরপর তাঁকে ভিডিও কল করা হয় বলেও অভিযোগ উঠেছে। ভিডিও কলে মদন তাঁকে গ্রেপ্তারির হুমকি দেয়। তারপরই আতঙ্কিত হয়ে পড়েন ওই প্রবীণ। গ্রেপ্তারি এড়াতে টাকার দাবি জানায় অপরাধীরা। অভিযোগ, ক্ষেপে ক্ষেপে দেড় কোটির কাছাকাছি টাকা জালিয়াতরা তাঁর কাছ থেকে হাতিয়ে নেয়। অবশেষে সর্বস্বান্ত হয়ে সম্প্রতি ওই প্রবীণ পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।