• ডেবিট, ক্রেডিট না ‘মাফিয়া কার্ড’, কোনটা ব্যবহার করেন! সৃজিতের প্রশ্নের কী জবাব দিলেন দেব?
    আনন্দবাজার | ২০ সেপ্টেম্বর ২০২৫
  • দেবের অভিনয় জীবনের ২০ বছর পূর্তি। ৭৫ হাজার টাকা দিয়ে তাঁর পারিশ্রমিক শুরু। বক্সঅফিস অনুযায়ী, এখন প্রযোজক-অভিনেতার কোটি কোটি টাকা উপার্জন। টাকাপয়সা লেনদেনের সময় দেব তা হলে কী ব্যবহার করেন? ডেবিট, ক্রেডিট, নাকি ‘মাফিয়া’ কার্ড?

    শনিবার তাঁর পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচার ঝলক মুক্তি পেল। সেই অনুষ্ঠানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সপাট প্রশ্ন তোলেন। কী জবাব দিলেন বড়পর্দার ‘রঘু ডাকাত’? তার আগে জানা দরকার, কেন এই প্রশ্ন!

    গত দু’বছর ধরে পুজো বা বড়দিনে বাংলা ছবিমুক্তির আগে কিছু পরিচালক ও প্রযোজকের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেব নাকি নিজের ছবির জন্য বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দখল করেন। নাম না করে তাঁকে কটাক্ষ করা হয়, তিনি নাকি ‘মাফিয়া কার্ড’ খেলেন!

    এই অভিযোগ সত্যি? এটাই জানতে চেয়েছিলেন সৃজিত।

    দেবের যুক্তি, ‘‘মৃত্যুর পর মানুষ স্বীকৃতি পায়। আমার মা-বাবার পুণ্যের ফল আমি ভোগ করছি। বেঁচে থাকতেই আমার পেশা জীবনের উদযাপন হচ্ছে। আমার ছবির ট্রেলার অনুরাগীরা টিকিট কেটে দেখছেন।’’

    যাঁর পাশে জনতা জনার্দন তাঁকে কেন ‘মাফিয়া’ কার্ড খেলতে হবে? পাল্টা জানতে চান দেব। আরও বলেন, ‘‘আমি যা করি হৃদয় দিয়ে করি। ভালবাসা পেলে ভালবাসা ফেরত দেওয়ার চেষ্টা করি। আমায় 'মাফিয়া' কার্ড খেলতে হয় না।’’
  • Link to this news (আনন্দবাজার)