নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসব উপলক্ষ্যে কলকাতা স্টেশন থেকে বারাণসীর মধ্যে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর এই সময়ের মধ্যে আপ-ডাউনে ১৪টি ট্রিপের এই বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা। প্রতি মঙ্গলবার বারাণসী থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে এই পুজো স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেনটি পরদিন অর্থাৎ বুধবার ভোর ৫টা ২৫ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে। ফিরতি রুটে কলকাতা স্টেশন থেকে প্রতি বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে যাত্রী বোঝাই পুজো স্পেশাল ট্রেনটি যাত্রা করবে। ট্রেনটি পরদিন বৃহস্পতিবার ভোর ৪টে ১৫ মিনিটে বারাণসী পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি ২২টি স্টেশনে দাঁড়াবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকছে। খুব শীঘ্রই এই ট্রেনের টিকিট কাটার দিনক্ষণ ঘোষণা হবে। রেল কর্তাদের আশা, দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ছটপুজো সহ উৎসবের সময়ে ট্রেন টিকিটের বাড়তি চাপ এই স্পেশাল ট্রেন পরিষেবার সৌজন্যে খানিক কমবে।