• ভরণপোষণে অক্ষম হলে একাধিক বিয়ে নয়: কেরল হাইকোর্ট
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • তিরুবনন্তপুরম: স্ত্রীর ভরণপোষণের ক্ষমতা না থাকলে একাধিক বিয়ে করবার অধিকার মুসলিম পুরুষের নেই। শুক্রবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। ১০ হাজার টাকার ভরণপোষণের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পেরিনথালমান্না নামের এক মহিলা। তাঁর স্বামী ভিক্ষুক।  এদিনের শুনানিতে হাইকোর্ট উল্লেখ করেছে, মহিলার স্বামীও নির্দোষ নন। অন্ধ হলেও তিনি দু’টি বিয়ে করেছেন। এই মুহূর্তে প্রথম স্ত্রীর সঙ্গে থাকেন। আবেদনকারী দ্বিতীয় স্ত্রীকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আদালত বলেছে, ‘ইসলাম ধর্মালম্বী হওয়ায়, আইনের সুবিধা নিচ্ছেন ওই ব্যক্তি। মুসলিম ব্যক্তিগত আইনও আগের স্ত্রীকে ভরণপোষণের ক্ষমতা না থাকলে অন্য কাউকে বিয়ে করার অনুমতি দেয় না’।
  • Link to this news (বর্তমান)