ভদোদরা: সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে অশান্তি। তার জেরে শুক্রবার রাতে গুজরাতের ভদোদরার ৫০ জনকে আটক করা হয়েছে। একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে কুমন্তব্য করা হয়েছিল ওই পোস্টে। প্রতিবাদে জুনিগড়ি এলাকায় ভিড় জমান বিক্ষুব্ধরা। অভিযোগ জমা দিতে তারা জড়ো হন থানার সামনে। অভিযোগ, একদল লোক পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পাশাপাশি দুর্গাপুজোর মণ্ডপেও ভাঙচুর করা হয়।