• ঝাড়খণ্ড ও ওড়িশায় বিক্ষোভ কুড়মিদের, ব্যাহত রেল পরিষেবা
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • বারিপদা (ওড়িশা): কুড়মি সমাজের অবরোধের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। ঝাড়খণ্ডের একাধিক স্থানে অবরোধ করে কুড়মিরা। রাঁচিতে রেল আধিকারিকরা জানিয়েছেন, রেল রোকোর জেরে দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য রেলওয়েতে পরিষেবা আংশিক ব্যাহত হয়েছে। হাতিয়া-বর্ধমান মেমু সহ অন্তত তিনটি ট্রেন বাতিল করতে হয়েছে। চারটি ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য সংবেদনশীল স্টেশনগুলিকে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। হাজারিবাগ জেলার চারহি স্টেশনে সকাল আটটা থেকে অবরোধ করেন আন্দোলনকারীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন মান্ডুর বিধায়ক তিওয়ারি মাহাতো। 

    দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস ধরে পুনে যাচ্ছিলেন মালতী ঘোষ। ৬১ বছর বয়সি ওই মহিলা বলেন, মেয়ে পুনেতে চাকরি করে। ও অসুস্থ হয়ে পড়েছে। মেয়ের দুই সন্তানও রয়েছে। আমাকে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছতে হবে। কিন্তু, ট্রেন আটকে রয়েছে। কখন ছাড়বে জানি না। একই সমস্যায় পড়েছেন ৫৬ বছর বয়সি শৈলজা সিংও। তাঁর নাতি হাসপাতালে ভর্তি। তাকে দেখতে রায়পুর যাচ্ছিলেন তিনি। ভাগলপুরের বাসিন্দা শৈলজা বলেন, আলাদা আলাদা স্টেশনে কয়েক হাজার যাত্রী আটকে রয়েছেন। এদিন রাঁচির মুরি স্টেশনে বেশ কয়েকঘণ্টা আটকে থাকার পর টাটা-পাটনা বন্দেভারত ট্রেন বাতিল করা হয়।    

    ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ভঞ্জপুর স্টেশনের লাইনের উপর বসে পড়েন কয়েকশো পুরুষ মহিলা ও শিশু। তাদের হাতে ছিল ওড়িশা কুড়মি সেনার পোস্টার। ফলে বিঘ্ন ঘটে পরিষেবায়। এরফলে বাংগিরপোসি-ভূবনেশ্বর সুপার ফাস্ট এক্সপ্রেস আটকে পড়ে। পুলিস এসে অবরোধকারীদের তুলে দেওয়ায় ২০ মিনিট পর ফের ট্রেন চলাচল শুরু হয়। জেলার একাধিক স্থানে রাস্তাও অবরোধ হয়। ওড়িশা কু‌ড়঩মি সেনা সভাপতি দিব্যসিং মহান্ত জানান, সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে তাদের আন্দোলন চলবে।
  • Link to this news (বর্তমান)