সংবাদদাতা, কল্যাণী: পকসো মামলায় অভিযুক্তকে নৌকা নিয়ে সমুদ্র থেকে ধরে আনলো হরিণঘাটা থানার পুলিশ। নামখানা থেকে মৎস্যজীবী সেজে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন আসামি। খবর পেয়ে বোটে করে প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে গভীর সমুদ্রে পৌঁছে ওই অভিযুক্তকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বছর হরিণঘাটা থানা এলাকায় ওই ঘটনার পর থেকেই তিনি পালিয়ে গিয়ে ক্রমাগত স্থান পরিবর্তন করছিলেন এবং দক্ষতার সঙ্গে গ্রেফতারি এড়িয়ে যাচ্ছিলেন। তাই এদিন খবর পাওয়ার পর সুযোগ হাতছাড়া করতে চায়নি পুলিশ। সময় নষ্ট না করে নামখানা-কাকদ্বীপ এলাকায় পৌঁছে যায় হরিণঘাটা থানার পুলিশের একটি দল। এরপর স্থানীয় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে, অভিযুক্ত যুবক নিজেকে মৎস্যজীবী হিসেবে পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরে সেখানে থাকছেন এবং সমুদ্রে অন্যদের সঙ্গে মাছ ধরতে যাচ্ছেন। পুলিশ আরও জানতে পারে, গত সাতদিনেরও বেশি সময় ধরে সমুদ্রে থাকা একটি নৌকায় রয়েছেন তিনি। এরপর পুলিশের পাঁচ অফিসার মৎস্যজীবীদের ছদ্মবেশে একটি স্থানীয় নৌকায় উঠে সমুদ্রের গভীরে প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে সেই মাছ ধরার নৌকাটির কাছে পৌঁছে যায়। এরপর একেবারে ফিল্মি কায়দায় সেই মাছ ধরার নৌকায় ওঠে পুলিশ। সেখানে অন্য মৎস্যজীবীদের থেকে অভিযুক্ত যুবককে শনাক্ত করার পরে তাঁকে গ্রেফতার করা হয়।