• আইআইটি সহ বহু ইঞ্জিনিয়ারিং কলেজে রেজিস্ট্রেশনের জন্য ঢল কোম্পানিগুলির
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত দু বছরের উদ্বেগজনক প্রবণতার পর ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে পাওয়া যাচ্ছে আশাব্যাঞ্জক কর্মসংস্থানের বার্তা। আগস্ট মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বেসরকারি সংস্থার কর্মসংস্থান বিগত বছরের তুলনায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৫ সেপ্টেম্বর সময়সীমা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আ‌ইআইটি ও সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ক্যাম্পাস ইন্টারভিউ শুরু হওয়ার অনেক আগেই রেজিস্ট্রেশন করেছে বহু সংস্থা। যেখানে বহু বিদেশি সংস্থাও রয়েছে। এইসব সংস্থা থেকে পাশ করা ছেলেমেয়েদের অফার লেটার দেওয়ার ক্ষেত্রে ২০২৩ এবং ২০২৪ সালে যে অনীহা দেখা গিয়েছিল, সেই প্রবণতা আর নেই। এবার বরং তুলনায় অনেক বেশি উৎসাহ। ডিসেম্বর মাসে আইআইটিগুলির ক্যাম্পাস ইন্টারভিউ শুরু হবে। আগস্ট মাসেই গত বছর আসা সংস্থার সংখ্যা ছাপিয়ে গিয়েছে। যে বহুজাতিক সংস্থাগুলি বিগত দু বছর আসেনি, এবার সেগুলিও আসছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একদিকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এবং মেশিন লার্নিং এর চাহিদা সবথেকে বেশি, তেমনই রোবোটিক্স, সামগ্রিক কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্টে নতুন একটি জোয়ার আসার পূর্বাভাস। কর্মসংস্থানের পরিভাষায় যেগুলিকে হোয়াইট কলার জব আখ্যা দেওয়া হয় সেই পরিষেবা,  শিক্ষা, বিপিও,  রিটেল, এফএমসিজি, হসপিটালিটি এবং বিমা সেক্টরের কর্মসংস্থানও বাড়ছে।  সবথেকে বেশি অবশ্যই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এবং মেশিন লার্নিং। এই দুই সেক্টরের  চাহিদা বেড়েছে ৫৪ শতাংশ। 

    সেই তুলনায় সফটওয়্যার ও আইটি সেক্টরের কর্মসংস্থানের চাহিদা সামান্য কমেছে। ব্যাঙ্কিং, ফিনান্স, টেলিকমের বৃদ্ধিহার কমে গিয়েছে। তবে শুধুই যে আইটি সেক্টরকে কেন্দ্র করেই কর্মসংস্থানের একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, এমন নয়। নন-আইটি সেক্টর অন্তত তিন বছর পর বেড়েছে সাত শতাংশ। আইআইটিগুলি থেকে জানা গিয়েছে, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম থেকে এবার জব অফার অনেক বেশি হতে চলেছে। এমনকি ট্র্যাডিশনাল পেশাগুলি যে সম্পূর্ণ অন্তর্হিত হয়ে যাচ্ছে না তার প্রমাণও মিলেছে। এবার যত সংস্থার রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে বড়সড় একটি সংযোজন হল পরিকাঠামো নির্মাণ ও উৎপাদন সেক্টর। আর তাই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের চাহিদা আবার নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)