• বিজেপি-জেডিইউ বিহারে সমান সংখ্যক আসনে লড়বে, রফা চূড়ান্ত
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: অক্টোবরের গোড়াতেই বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই ঘর গুছিয়ে নিল এনডিএ শিবির। জানা গিয়েছে, বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়াই করবে। জোটের রণকৌশল নির্ধারণের দায়িত্ব পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর। বৃহস্পতিবার জেডিইউ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তিনি একদফা বৈঠক করেছেন। সেখানে হাজির ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, প্রবীণ জেডিইউ নেতা সঞ্জয় ঝা, বিজয়কুমার চৌধুরীও। সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে। চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতেন রাম মাঝির হ্যাম ও উপেন্দ্র কুশওয়ার আরএলএমের জন্য কিছু আসন ছাড়া হবে। বাকি আসন সমানভাবে ভাগ করে নেবে বিজেপি ও জেডিইউ। যদিও চিরাগের লোক জনশক্তি পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ বিজেপি নেতার কথায়, অক্টোবরের প্রথম সপ্তাহেই ভোট নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে এনডিএ শিবির। সেই লক্ষ্যে সমস্ত শীর্ষ নেতারা পাটনায় পৌঁছে গিয়েছেন। ওই নেতা জানিয়েছেন, আমাদের লক্ষ্য বিধানসভা ভোটে জয়। নীতীশ কুমারের নেতৃত্বের এনডিএ জোট লড়াই করছে। বিজেপি ও জেডিইউ ১০০-১০২ টি করে কেন্দ্রে লড়বে। বাকি তিন শরিকের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)