দেশের পরনির্ভরতার জন্য দায়ী পূর্বতন কংগ্রেস সরকার: মোদি
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
কৌশিক ঘোষ, ভাবনগর (গুজরাত): অতীতে কোনও এক সময়ে এখানে এসেছিলেন, তাই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নামাঙ্কিত ভাবনগর শহরের ‘ব্রিগেড’ ময়দানটি। সেই জওহর ময়দানে শনিবার সরকারি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় দেশের আত্মনির্ভরতা ইস্যুতে নাম উল্লেখ করে কংগ্ৰেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, আত্মনির্ভরতা বিসর্জন দিয়ে দেশকে পরনির্ভর করেছে পূর্বতন কংগ্রেস সরকার। তার জন্য দেশের আর্থিক ক্ষতির পাশাপাশি চাকরির সুযোগ হারাতে হয়েছে যুবাদের। হয়েছে অনেক ঘোটালা (দুর্নীতি)। আর কংগ্ৰেসের নীতির সুবিধা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিদেশে। এই প্রসঙ্গে মূলত জাহাজ নির্মাণ শিল্পের উদাহরণ টেনেছেন প্রধানমন্ত্রী।
ভাবনগরে এই অনুষ্ঠানটির আয়োজন মূলত করা হয়েছিল জাহাজ শিল্পের সঙ্গে যুক্ত গুজরাত সহ বিভিন্ন রাজ্যের একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন উপলক্ষে (এর মধ্যে কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে ৭৪০ কোটি টাকায় বেসরকারি উদ্যোগে কন্টেনার টার্মিনাল প্রকল্পের শিল্যানাসও রয়েছে)। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক এবং গুজরাত সরকার যৌথভাবে অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল। মঞ্চে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকরের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ বেশ কয়েকজন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভার জন্য সরকারি ব্যবস্থাপনায় ও সরকারি বাসে করে লোকজন আনা হয়েছিল ভাবনগর সহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন গ্ৰাম-শহর থেকে। জওহর ময়দান ভরানোর পাশাপাশি সভার আগে প্রধানমন্ত্রীর রোড শো দেখেছেন এঁরা। সভার সঞ্চালক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ভাষণ পর্যন্ত ছিল গুজরাতি ভাষায়। তবে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী অসমিয়া ও প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন হিন্দি ভাষায়। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশ এই অনুষ্ঠানটি দেখছেন, তাই তাঁকে এখানে হিন্দিতে বলতে হচ্ছে। তিনি বলেন, পরনির্ভরতা দেশের সবথেকে বড় শত্রু। আমাদের দেশের উন্নতির জন্য আত্মনির্ভরশীল হতেই হবে। বিকশিত ভারতের জন্য প্রয়োজন এটা। জিএসটি কমে যাওয়ায় বাজার এখন রমরমিয়ে চলবে বলে মনে করেন মোদি। সাধারণ মানুষের কাছে তাঁর আহ্বান, স্বদেশি পণ্য কিনুন। দোকানদারদের প্রতি তাঁর অনুরোধ, দোকানে পোস্টার দিয়ে লিখে রাখুন, দেশীয় পণ্য বিক্রি করে আমি গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, ৫০ বছর আগেও দেশে জাহাজ নির্মাণ শিল্পের দাপট ছিল। সমুদ্রপথে দেশের পণ্য পরিবহনের ৪০ শতাংশ হত ভারতে নির্মিত জাহাজে। কিন্তু কংগ্রেস সরকার সিদ্ধান্ত নেয়, দেশের পণ্য পরিবহন করতে বিদেশি কোম্পানির জাহাজ ভাড়া করা হবে। এর জন্য বছরে ৬ লক্ষ কোটি টাকা বিদেশে চলে যায়। এটা দেশের প্রতিরক্ষা বাজেটের সমান। এখন ভারতীয় পণ্যের মাত্র ৫ শতাংশ দেশে নির্মিত জাহাজে করে যায়। দেশে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তুলতে ও বন্দর পরিকাঠামোর উন্নতির জন্য তাঁর সরকার কী কী উদ্যোগ নিয়েছে, তা বিস্তারিতভাবে বলেন মোদি। পিটিআই