• চোল সাম্রাজ্যের ইতিহাস উদঘাটনে সমুদ্রগর্ভে খনন
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • চেন্নাই: নবম থেকে ত্রয়োদশ খ্রিস্টাব্দ—ভারতে চোল সাম্রাজ্যের আধিপত্য। তামিলনাড়ু সরকার এবার দেশের সেই ইতিহাসকেই খুঁড়ে বের করতে তৎপর। কিজহাদিতে আগেই খননকাজ শুরু করা হয়েছিল। এবার পুমপুহারে সমুদ্রের গভীরে খননকাজ চালাবে সেরাজ্যের সরকার। শনিবার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের পুরাতত্ত্ব বিভাগ গত ১৯ সেপ্টেম্বর থেকে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। একসময়ের প্রাচীন শহর কাবেরিপুমপাট্টিনামই আজকের মেইলাদুথুরাই জেলা। এই জেলারই অন্যতম বন্দর নগরী পুমপুহার। সেখানেই চোল সাম্রাজ্যের ইতিহাস গচ্ছিত রয়েছে। তা খুঁজে বের করতেই চলছে খনন কাজ। স্ট্যালিন এদিন বলেন, কিজহাদির মতোই পুমপুহারও প্রাচীন শহর। এর আগে প্রথম ১৯৮১ সালে ও ১৯৯১ সালে সমুদ্রগর্ভে সমীক্ষা হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)