বিশেষ সংবাদদাতা, আগরতলা: মাঝরাস্তায় উদ্ধার গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ। ত্রিপুরার গোমতী জেলার মির্জা বাজারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই সন্তানের জননী ওই মহিলাকে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতার নাম অঞ্জলি সরকার। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের ভাইপোর বিরুদ্ধে। অভিযোগ, গত বৃহস্পতিবার বিজেপি বিধায়ক জীতেন মজুমদারের ভাইপো মান্না মজুমদার সহ বেশ কয়েকজন অঞ্জলি ও তাঁর স্বামী পঙ্কজ সরকারের দোকানে গিয়ে চড়াও হন। স্ত্রীর গোপন ছবি প্রকাশ্যে আনার হুমকি দিয়ে পঙ্কজকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। বিষয়টি জানালেও পুলিস ঘটনাস্থলে আসেনি বলে দাবি পঙ্কজের। পরে তাঁরা থানায় নালিশ জানান। থানা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাঁদের উপর মান্না ও তাঁর সঙ্গীরা চড়াও হয় বলে অভিযোগ। শুক্রবার মির্জা বাজারে অঞ্জলির অগ্নিদগ্ধ দেহ নজরে পড়ে স্থানীয়দের। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতার স্বামীর দাবি, লিটন দাস ও মান্না মজুমদার অঞ্জলিকে পুড়িয়ে মেরেছে। কিন্তু শাসক শিবিরের সঙ্গে যুক্ত হওয়ায় পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না।