পঞ্চায়েত প্রধানকে ভোট না দেওয়ার ‘সাজা’, বুলডোজারে ভাঙা হল বাড়ি
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
রায়পুর: পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চকে ভোট দেননি। তার জেরেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি। অবশ্য তার আগেই গোটা গ্রামে সেই পরিবারকে সামাজিক বয়কট করা হয়েছিল। ছত্তিশগড়ের বেমিতাড়া জেলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানকার এক গ্রামের বাসিন্দা বিজয়লক্ষ্মী মনহারেকে সরপঞ্চের রোষের মুখে পড়তে হয়।
জানা গিয়েছে, জেলার নবগড় তহশিলের গড়ামোড়া পঞ্চায়েতে চলতি বছরই নির্বাচন হয়েছিল। তখন সরপঞ্চ মহাজন মনহারেকে ভোট দেননি বিজয়লক্ষ্মী। এরপরই তাঁর পরিবারের উপর নানাভাবে অত্যাচার শুরু করেন সরপঞ্চ। এরইমধ্যে সরকারি জমি জবরদখলের অভিযোগে বিজয়লক্ষ্মীকে নোটিশ পাঠানো হয়। শনিবার তহশিলদার ও স্থানীয় থানার প্রধানের উপস্থিতিতেই বিজয়লক্ষ্মীর বাড়ি গুঁড়িয়ে দেন মহাজন। সেই ঘটনার প্রতিবাদে বিজয়লক্ষ্মী মহকুমাশাসক, জেলা পুলিস প্রধান ও তহশিলদারের কাছে অভিযোগ করেন। এদিকে জেলাশাসকের কাছে এই খবর পৌঁছালে তিনি বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে কিছু জানি না। তবে যদি কোনও পরিবারকে এভাবে একঘরে করে রাখা হয়, তাঁরা যদি সামাজিক বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।