ডুয়ার্সে ঘুরতে এসে অফবিট ডেস্টিনেশন বাগ্রাকোটের লুপপুল, ডামডিম মনেস্ট্রি
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ডুয়ার্স মানেই পুজোর মরশুমে পাহাড়, জঙ্গল, নদীর দেশে বেড়াতে আসা। গোরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি বনাঞ্চল তো আছেই। তার পাশাপাশি ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন বহু পর্যটন স্থল। তারমধ্যে এবারের পুজোয় পর্যটকদের নতুন ডেস্টিনেশন হতে পারে ওদলাবাড়ির কাছে বাগ্রাকোটে নব নির্মীত লুপপুল। সেখানে গেলে ডুয়ার্সের সৌন্দর্যের পাশাপাশি পাওয়া যাবে যেন বলিউড সিনেমায় দেখা আকাশচুম্বী পাকদণ্ডী রাস্তার ছোঁয়া। এছাড়াও নতুন একটি ট্যুরিস্ট স্পট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সেটি হল ডামডিম মনেস্ট্রি। ভুটান লাগোয়া জিতি ও হোপ চা বাগান হয়ে গোলা ভুটান, সামচি ভুটানের গুম্ফা ও কালীমন্দিরও ক্রমেই ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। পুজোয় ডুয়ার্সে বেড়াতে এলে অফবিট ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে পারেন পর্যটকরা। এমনটাই মনে করছেন ডুয়ার্সের হোটেল ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা।
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ও লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, ডুয়ার্সে নতুন নতুন কিছু পর্যটন স্থল জনপ্রিয় হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য ও অভিনবত্বের কারণেই ওই সব জায়গায় পর্যটকরা যাচ্ছেন। আমরা চাই, পুজোর মরশুমে বেড়াতে আসা পর্যটকরাও লুপ ব্রিজ, ডামডিম মনেস্ট্রি ইত্যাদি জায়গায় যান। আশা করি, তাঁদের ভালো লাগবে। কলকাতা বা অন্যান্য জায়গা থেকে পর্যটকরা নিউ জলপাইগুড়ি, মালবাজার বা জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে লাটাগুড়ি, চাপড়ামারি প্রভৃতি জায়গায় ঘুরে সেখান থেকে এই সব ট্যুরিস্ট স্পটে বেড়াতে যেতে পারেন।
বহু পর্যটক আছেন যাঁরা একাধিকবার ডুয়ার্সে এসেছেন। আবার অনেকে আছেন যাঁরা নতুন নতুন জায়গা খুঁজে বের করতে চান। পুজোর মরশুমে হালকা মেজাজে নির্জনে ক›টা দিন কাটিয়ে যেতে চান। সেই পর্যটকদের কাছে অবশ্যই আকর্ষণীয় ডামডিম মনেস্ট্রি। লাভা ব্যাতিত ডুয়ার্সের ডামডিম ছাড়া উত্তরবঙ্গের আর কোথাও এতবড় মনেস্ট্রি নেই। পাহাড়ের কোলে শান্ত, নির্জন একটি স্থান। আবার লুপ ব্রিজের ঘোরানো পথ বেয়ে এগিয়ে চলার অভিজ্ঞতাও কম আনন্দদায়ক হবে না!
এদিকে, নাগরাকাটার জিতি, হোপ চা বাগানের ওপারেই গোলা ভুটান। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় অনুমতি নিয়ে ভুটানের দিকেও যাওয়া যায়। সামচি ভুটানের গুম্ফা ও কালীমন্দির রয়েছে। এখান থেকেও ঘুরে আসতে পারেন পর্যটকরা। লাটাগুড়ি, মূর্তি, ধূপঝোড়া, চাপড়ামারি প্রভৃতি জায়গায় থেকে গাড়ি ভাড়া করে দিনে দিনেই এসব জায়গা থেকে ঘুরে আসা যায়। হাজার তিনেক টাকায় গাড়ি ভাড়া করে প্রায় আটজন একসঙ্গে ঘুরে আসতে পারবেন। ( বাগ্রাকোট লুপপুল। - ফাইল চিত্র।)