এবছর উৎপাদন বেশ ভালোই, দুর্গাপুজোর সময় নাগালে থাকতে পারে পদ্মফুলের দাম
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
সুজয় সরকার হিলি
পুজোর মাঝে ভক্তকে পরীক্ষা করার জন্য দেবী দুর্গা একটি পদ্মফুল লুকিয়ে রেখেছিলেন। ফুল না পেয়ে রামচন্দ্র তাঁর নিজের চোখের মণি মা’কে নিবেদনে উদ্যত হয়েছিলেন। শেষে দেবী দুর্গা আবির্ভূত হয়ে লুকিয়ে রাখা পদ্ম ফিরিয়ে দেন। রামায়ণে উল্লেখিত সেই পদ্মফুল দেবীর পুজোতে, বিশেষ করে সন্ধি পুজোয় একটি ঐতিহ্যবাহী আচার। ১০৮টি পদ্ম দিয়ে মা দুর্গার সন্ধিপুজোর উপাচার সাজানো হয়। সেই নিরিখে দুর্গাপুজোতে উদ্যোক্তাদের পাশাপাশি পদ্মফুলের খোঁজ রাখেন ফুল ব্যবসায়ীরাও। এবারের দুর্গাপুজোতেও পদ্মফুলের দাম নিয়ে উদ্যোক্তাদের জন্য স্বস্তির কথা শুনিয়েছেন ফুল ব্যবসায়ীরা। তাঁদের মতে, এবার পদ্মের উৎপাদন ভালো হওয়ায় পুজোতে কিছুটা কম দামে মিলতে পারে পদ্মফুল।
বালুরঘাট শহরের অধিকাংশ ফুল ব্যবসায়ী জানিয়েছেন,এবার গ্রীষ্মকালে ভালো বৃষ্টিপাত হওয়ায় পদ্মফুলের উৎপাদন ভালো হয়েছে। ফলে বাজারে ফুলের জোগান বাড়ছে, দামও অনেকটাই নিয়ন্ত্রণে। সেই নিরিখে খুচরো বাজারেও পদ্মের দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বালুরঘাট শহরের ফুল ব্যবসায়ীরাও ইতিমধ্যেই পদ্মফুলের চাহিদা ও সম্ভাব্য দাম নিয়ে খোঁজখবর শুরু করেছেন। দক্ষিণ দিনাজপুর জেলায় সেভাবে পদ্মফুলের উৎপাদন না থাকায় শহরের অধিকাংশ ফুল ব্যবসায়ীরা ইতিমধ্যেই কলকাতা বা অন্যান্য বড় বাজার থেকে পদ্মের অগ্রিম অর্ডার দিয়েছেন। জেলায় সেভাবে পদ্মফুলের চাষ হয় না। ভালো জাতের শতদল পদ্ম পেতে আমাদের বরাবর কলকাতার বাজারের উপর নির্ভর করতে হয়।
বালুরঘাটের বাসস্ট্যান্ড এলাকার এক ফুল ব্যবসায়ী রণদীপ রায় চৌধুরী বলেন, দুর্গাপুজোর মূলত সপ্তমী ও অষ্টমীতে পদ্মফুলের প্রচুর চাহিদা থাকে। এবার ১১০টি পদ্মফুল ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকার মধ্যে থাকার সম্ভবনা রয়েছে। এবার ১৫ হাজার পদ্মফুলের অগ্রিম অর্ডার দিয়েছি।
পদ্মের দাম কম হওয়ার খবরে পুজা উদ্যোক্তারাও কিছুটা স্বস্তি পেয়েছেন। বালুরঘাট আর্য্য সমিতি ক্লাবের সম্পাদক বিভাস সাহা বলেন, প্রতি বছর নিয়ম মেনে দেবী দুর্গার পায়ে সন্ধি পুজোয় ১০৮টি পদ্ম নিবেদন করেন। এবার বাজারে পদ্মের জোগান ভালো থাকবে শুনেছি। আশা করছি দামও নাগালের মধ্যেই থাকবে। বালুরঘাটের এক পুরোহিত স্বরূপ সান্যাল বলেন, রামচন্দ্র শরৎকালে ১০৮টি পদ্মফুল দিয়ে দেবী দুর্গার পুজো করেছিলেন। দেবীর পুজোর নিয়মে সেই ঐতিহ্য মেনে আজও বিভিন্ন বারোয়ারি ও ক্লাবের পুজো ও সন্ধি পুজোয় ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয়।