• পুরোনো পয়সা, কাচের চুড়ি দিয়ে দুর্গাপ্রতিমা লেদ কারখানার কর্মীর
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পুরনো পয়সার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাবে বাগনানের এক পুজো কমিটি। এক পয়সা, দুই পয়সা, পাঁচ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা দিয়ে গড়ে তোলা হয়েছে চিলড্রেনস পার্কের দুর্গাপ্রতিমা। বাগনানের সন্তোষপুরের বাসিন্দা পেশায় লেদ কারখানার শ্রমিক শ্যাম জানার হাতেই গড়ে উঠেছে এই প্রতিমা। শুধু পুরনো পয়সা দিয়ে প্রতিমা তৈরি নয়, কাচের চুড়ি দিয়ে প্রতিমা তৈরি করেও এবার তাক লাগিয়েছেন তিনি। ওই প্রতিমা শোভা পাবে হুগলির পলাশপাই গ্রামে ভরতমাতা পুজো কমিটির মণ্ডপে। জানা গিয়েছে, দু’টি প্রতিমাই তৈরির কাজ এখন শেষ পর্যায়ে।

    সকালে দাশনগরে লেদ কারখানায় কাজ, তারপর রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বসে পড়তেন ঠাকুর গড়তে। গত আট-ন’মাস ধরে এটাই রোজের রুটিন হয়ে গিয়েছিল শ্যাম জানার। বাবাকে এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছে মেয়ে স্বস্তিকা। প্রায় ৯০ কেজি পুরোনো পয়সা ও ৭০ তোড়া কাচের চুড়ি দিয়ে প্রতিমা দু’টি তৈরি করছেন তিনি। শ্যামবাবু বলেন, প্রতিমা তৈরি করা আমার নেশা। ১২ বছর আগে নারকেলের প্রতিমা গড়ে এই কাজে হাতেখড়ি হয়েছিল। তারপর প্রতি বছরই ঘাস, গামছা, বাতাসা ইত্যাদি জিনিস ব্যবহার করে প্রতিমা তৈরি করেছি। তাঁর কথায়, গত দেড় বছর ধরে বিভিন্ন বাড়ি, দোকানে ঘুরে ঘুরে এইসব পুরোনো পয়সা জোগাড় করেছি। পাশাপাশি কাচের চুড়িও সংগ্রহ করতে হয়েছে। শুধু দুর্গা নয়, আগে এইসব জিনিস দিয়ে লক্ষ্মী, সরস্বতী সহ বিভিন্ন প্রতিমা তৈরি করেছি। 

     পয়সার প্রতিমা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)