বড়শুল ইয়ংমেনস অ্যাসোসিয়েশনের পুজোয় এবার দেখা যাবে সংসদ ভবন
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রতি বছরই দর্শনার্থীদের চমক দেয় বড়শুল ইয়ংমেনস অ্যাসোসিয়েশন। ভিড়ের নিরিখে বর্ধমান শহরের সেরা পুজো মণ্ডপগুলিকে এখানকার পুজো উদ্যোক্তারা টক্কর দেয়। এবার বড়শুল ইয়ংমেনস অ্যাসোসিয়েশনের থিম পার্লামেন্ট ভবন। মণ্ডপের ভিতরে থাকছে বড় ঝাড়বাতি। প্রধানমন্ত্রীদের ছবি থাকবে। দিল্লিতে গিয়ে যাঁদের পার্লামেন্ট দেখার সুযোগ হয়নি, তাঁরা পুজোর দিনগুলিতে বড়শুলে এসে তা চাক্ষুষ করতে পারবেন। পুজো কমিটির সম্পাদক অরুণাভ সাহা বলেন, চতুর্থীর দিন মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। ওই দিন সন্ধ্যা থেকে দর্শনার্থীরা মণ্ডপ চাক্ষুষ করার সুযোগ পাবেন। আশা করি এবারের মণ্ডপসজ্জাও দর্শকদের ভালো লাগবে। পুজোর দিনগুলিতে ভিড় উপচে পড়ে। সবাই যাতে সুষ্ঠভাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারে তার ব্যবস্থা করা হবে। আলোর কাজও দর্শকদের ভালো লাগবে।
স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরেই বর্ধমান শহরের পাশাপাশি বড়শুলের পুজো মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ে। ভিড় সামাল দিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এবারও সেই ব্যবস্থা থাকছে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস বলেন, দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দর্শনার্থীরাও সহযোগিতা করবে বলে আশা করছি।
বড়শুল ইয়ংমেনস অ্যাসোসিয়েশনের পুজো উদ্যোক্তারা বলেন, মণ্ডপের বাইরে থেকে এক রূপ চাক্ষুষ করা যাবে, আবার ভিতরে অন্য ছবি দেখা যাবে। দেশের প্রধানমন্ত্রীদের পাশাপাশি মনীষীদের ছবিও ফুটিয়ে তোলা হবে। হাতে আর বেশি সময় নেই। পুজো মণ্ডপ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঝেমধ্যে ভিলেন হয়ে আসছে বৃষ্টি। মণ্ডপের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। মণ্ডপ শুরুর সময় থেকেই মণ্ডপ তৈরির কাজে সমস্যা হচ্ছে। তবে সময়ের আগেই মণ্ডপ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে উদ্যোক্তারা আশাবাদী।
বর্ধমান শহরের পুজো মণ্ডপগুলি তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শহরের অধিকাংশ পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ওই দিন থেকেই রাজপথ জনতার দখলে চলে যাবে। এমনটা ধরে নিয়েই প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে। উদ্যোক্তারা বলেন, আগে চতুর্থীর সন্ধ্যায় তেমন ভিড় হতো না। কিন্তু, এখন আর কেউ অপেক্ষা করতে রাজি নয়। ওই দিন থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়। তাছাড়া এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই দেবীপক্ষের শুরু থেকেই জনতা পথে নামবে। এমনটা ধরেই নিয়েছে উদ্যোক্তারা।-নিজস্ব চিত্র