হাওড়ায় বসে মার্কিন নাগরিকের ২০ হাজার ডলার প্রতারণা, ধৃত অভিযুক্ত
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার সাঁকরাইলে বসে আমেরিকার নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল। ওই মার্কিন নাগরিকের ২০ হাজার ইউ এস ডলার প্রতারণার অভিযোগে শেখ আয়ুব রাজা নামে এক যুবককে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা। মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসেসের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, আমেরিকার ওই নাগরিক কম্পিউটারের প্রিন্টার ঠিক করবেন বলে চলতি বছরের মে মাসে গুগলে খোঁজাখুঁজি করছিলেন। সেখানে একটি মোবাইল নম্বর দেখে যোগযোগ করেন তিনি । ওই মার্কিন নাগরিকের দাবি, এক যুবক সমস্ত কিছু শোনার পর তাঁকে একটি লিঙ্ক পাঠায়। বলা হয়, ওই লিঙ্কে ক্লিক করলে প্রিন্টার মেরামতির বিষয়ে সব কিছু জানা যাবে এবং লিঙ্কে থাকা সফ্টটওয়ার মেশিনে আপলোড করলেই সমস্যা মিটে যাবে। সেই মতো তিনি ওই লিঙ্কে ক্লিক করা মাত্র মার্কিন নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দখল নেয় সাইবার জালিয়াত। সেখান থেকে ২০,০০০ মার্কিন ডলার হাতিয়ে নিজের ক্রিপ্টো অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ করে। মার্কিন নাগরিক ফোনে মেসেজ পেয়ে জানতে পারেন, প্রতারকের খপ্পরে পড়ে গিয়েছেন। তিনি আমেরিকার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসেসের দপ্তরে অভিযোগ করেন। তদন্তে নেমে তারা একটি ক্রিপ্টো অ্যাকাউন্টকে চিহ্নিত করে। দেখা যায়, সেই অ্যাকাউন্টটি যে খুলেছে, তার বাড়ি হাওড়ার সাঁকরাইল থানা এলাকার পাঁচপাড়ায়। ওই ক্রিপ্টো অ্যাকাউন্টেই ঢুকেছে হাতানো ডলার। বিষয়টি নিয়ে তারা হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আয়ুবকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে হাওড়ার সিজেএম আদালতে বিচারক গৈরিক রায়ের এজলাসে তোলা হয়। সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক আদালতে বলেন, ‘অভিযুক্তের ক্রিপ্টো অ্যাকাউন্টে যে টাকা এসেছে, তার সমস্ত প্রমাণ রয়েছে। এর পিছনে একটা বড় চক্র আছে।’ সওয়াল শেষে অভিযুক্তকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত।
তদন্তে আরও জানা যায়, বিদেশিদের প্রতারণার টাকা দুবাইতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। এরপর সেটিকে ক্রিপ্টোতে বদলে ফেলে নিজের ক্রিপ্টো অ্যাকাউন্টে নিয়ে আসত অভিযুক্ত। বিদেশের সমস্ত প্রতারণার টাকা তার ক্রিপ্টো অ্যাকাউন্টেই আসছে। সেগুলি সে পরে ভারতীয় টাকায় বদলে ফেলত। এমনকি, হাওড়া তে বসে সে বিট কয়েনের কারবার চালাচ্ছিল বলে অভিযোগ।