• প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, রানাঘাটে খুন দশমের ছাত্রী, পুলিশের জালে অভিযুক্ত যুবক
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কৃষ্ণনগরে ঈশিতা হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই পড়শি শহর রানাঘাটে ঘটে গেল হাড়হিম করা হত্যাকাণ্ড। প্রেম-প্রস্তাবে বারবার প্রত্যাখ্যাত হয়ে শেষে পৃথিবী থেকেই দশম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে সরিয়ে দিল প্রতিবেশী যুবক। শুক্রবার সন্ধ্যার ঘটনা। অভিযোগ,বাড়ির উঠোন থেকে অনুষ্কা মণ্ডল নামে ১৫ বছরের ওই কিশোরীকে অপহরণ করে একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারাল অস্ত্র দিয়ে তাকে নৃশংসভাবে কোপায় যুবকটি। যতক্ষণে অনুষ্কার খোঁজ মেলে ততক্ষণে সব শেষ! বাড়ির পাশের একটি পুকুর পাড়ে পড়েছিল তার ক্ষতবিক্ষত দেহ। কাজ হাসিল করে বাড়িতেই বসেছিল অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডল ওরফে শুভ। হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। সারা গায়ে ছিল রক্ত ছিটকে পড়ার দাগ। ছাত্রীর বাড়ির লোকরাই তার বাড়িতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে। পরে তাহেরপুর থানার পুলিস এসে প্রসেনজিৎকে গ্রেপ্তার করে। ময়নাতদন্তে পাঠানো হয় অনুষ্কার দেহ। 

    মাসখানেক আগে কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঈশিতা মল্লিক নামে এক কলেজ ছাত্রী খুন হন। ভরদুপুরে বাড়িতে  ঢুকে ওই ছাত্রীকে গুলি করে হত্যা করা হয়। প্রেমের সম্পর্ক ছিন্ন করার শাস্তি পেতে হয় তাঁকে। সেই ঘটনার তদন্ত শেষ হতে না হতেই রানাঘাটে অনুষ্কা হত্যাকাণ্ড জেলাজুড়ে তোলপাড় ফেলেছে।    বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল অনুষ্কা। কালীনারায়ণপুর-পাহাড়পুর পঞ্চায়েতের কামগাছি শ্যামনগর গ্রামে তার বাড়ি। পড়ত স্থানীয় বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ে। কিছুদূরেই বছর উনিশের প্রসেনজিতের টিনের চালাঘর। গতকাল সন্ধ্যায় মামাবাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল অনুষ্কা। তার দিদিমা আনারতি সরকার শনিবার সকালে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘ছেলেটি আমার নাতনিকে হামেশা উত্যক্ত করত। গতকাল সন্ধ্যায় ওদের বাড়ির পাশেই ওঁত পেতে বসেছিল। নাতনি বেরোতেই ওর মুখ চেপে ধরে অপহরণ করে। এলাকায় তখন লোডশেডিং। সেই সুযোগে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গিয়ে খুন করে। বাড়ির উঠোনে নাতনির জুতোজোড়া পড়েছিল। আমার মেয়ের কোল খালি করে দিল ছেলেটি। ওর যেন ফাঁসি হয়।’ 

    জানা গিয়েছে, শৈশবেই প্রসেজিতের মা তাকে ও তার বাবাকে ছেড়ে পালিয়ে যায়। তার বাবা এখন ওড়িশায় হকারি করেন। এক কামরার টিনের ঘরে একাই থাকত সে। মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি, অনুষ্কাকে বেশ কয়েক মাস ধরে লাগাতার প্রেমের প্রস্তাব দিচ্ছিল প্রসেনজিৎ। কিছুতেই সেই প্রস্তাবে রাজি হচ্ছিল না অনুষ্কা। সেরাগে বাড়ির চালে ঢিল মারত। পড়তে গেলে পিছু নিত। কিন্তু এভাবে বাচ্চা মেয়েটিকে মেরে ফেলবে, ভাবতেই পারছেন না পড়শিরা। তাহেরপুর থানার এক অফিসার জানিয়েছেন,অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে।
  • Link to this news (বর্তমান)