• ভিড় সামলাতে দ্বিতীয়া থেকেই যান নিয়ন্ত্রণের ভাবনা কল্যাণীতে
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: গত কয়েক বছর ধরেই কলকাতার পুজোর ভিড়কে টেক্কা দিচ্ছে কল্যাণী। পুজোর দিনগুলিতে এখানে প্রতিদিন লাখো মানুষের সমাগম হয়। সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতে নাভিশ্বাস ওঠে পুলিশ প্রশাসনের। ভিড় এতটাই জমাট হয় যে, কল্যাণীর বাসিন্দাদের এ এবং বি ব্লকের মধ্যে যাতায়াত করতে সমস্যা হয়। সঙ্গে থাকে টোটো, গাড়ি ও বাইকের চাপ। তাই দ্বিতীয়া অর্থাৎ মঙ্গলবার থেকেই কল্যাণীতে কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে চাইছে পুলিশ। দ্বাদশী পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। ভিড় নিয়ন্ত্রণ করতে মহকুমা প্রশাসন, পুলিশ ও পুরসভা দফায় দফায় একাধিকবার বৈঠক করে যান নিয়ন্ত্রণ ছাড়াও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।

    জানা গিয়েছে, অন্যান্য বছরের ভিড়কে বিচার করে এবার কল্যাণীর পুজোগুলিকে বড়, মাঝারি ও ছোট— এই তিন ভাগে ভাগ করেছে পুলিশ। মূলত কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক, রথতলা সর্বজনীন ও আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোর উপর বাড়তি নজর থাকে পুলিশের। এছাড়াও বিভিন্ন দিক থেকে শহরে ঢোকার পাঁচটি পয়েন্টে তিন ও চারচাকার ছোট-বড় গাড়িকে আটকে দেওয়া হবে। কল্যাণী সীমান্ত, ঘোষপাড়া স্টেশন, সেন্ট্রাল পার্ক, বুদ্ধ পার্ক ও পুরসভা মোড়ে আটকানো হবে গাড়িগুলিকে। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার যানকে ছাড় দেওয়া হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছোট বড় মিলিয়ে অন্তত ৫০টি ড্রপ গেট থাকবে।

    আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজোর কাছেই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। গত বছর ভিড়ের চাপ এড়াতে শিয়ালদহ থেকে আসা ট্রেনগুলিকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড় না করিয়ে সোজা নিয়ে যাওয়া হয়েছিল কল্যাণী সীমান্তে। এবারও সেই নিয়ম কার্যকরের চেষ্টা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে ফেরার সময় সব ট্রেনই থামবে ঘোষপাড়া স্টেশনে। 

    এছাড়াও গত বছরের মতো বিসর্জনকে কেন্দ্র করে একাদশী ও দ্বাদশীর দিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কল্যাণী মেন স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত রেল শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এ বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, আমরা রেলকে চিঠি দিয়ে আবেদন করব। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসন সব রকম ব্যবস্থা করছে। পুলিশকে সহযোগিতা করবে পুরসভার কর্মীরা।
  • Link to this news (বর্তমান)