১৫ কমিটিকে নিয়ে উলুবেড়িয়ায় দুর্গাপুজোর কার্নিভাল ৪ অক্টোবর
বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ মহালয়া। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উলুবেড়িয়ায় দুর্গোৎসবের সূচনা হবে। রবিবার বিকেলে মহিলা পরিচালিত উলুবেড়িয়া নোনা অ্যাথেলেটিক ক্লাবের পুজো, আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুজো এবং বোয়ালিয়া সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দুর্গাপুজোর পর হাওড়া গ্রামীণ জেলা প্রশাসনের উদ্যোগে এবং উলুবেড়িয়া পুরসভার সহযোগিতায় শহরে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই কার্নিভালকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার বিকেলে উলুবেড়িয়া পুরসভায় একটি প্রশাসনিক বৈঠক হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায়, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও পুজো কমিটির প্রতিনিধিরা।
এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ৪ অক্টোবর ১৫টি পুজো কমিটিকে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটিকে পুরসভার পক্ষ থেকে ৫০ হজার টাকা করে দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান অভয় দাস। এদিনের বৈঠকে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির জন্য একাধিক নির্দেশিকাও জারি করা হয়। পুজোর দিনগুলিতে উলুবেড়িয়ায় নির্মীয়মাণ বাইপাস ব্যবহার এবং দর্শনার্থীদের সুবিধার বিষয়টি পুলিশকে দেখার কথা বলেন মন্ত্রী পুলক রায়। বৈঠক থেকে উলুবেড়িয়া পুরসভা এলাকার ৯৪টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। মন্ত্রী, জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা চেকগুলি তুলে দেন।