• এবছর তিন হাজার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ভার্চুয়ালি জেলার পুজোর সূচনা
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টালা প্রত্যয়ের পুজোয়ে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজো মিলিয়ে আগামী চার পাঁচ দিনে প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করব।’     

    আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। এদিনই ভার্চুয়াল মাধ্যমে ‘জেলায় জেলায় দুর্গোৎসবের শুভসূচনা’ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রথম দিনেই রাজ্যজুড়ে প্রায় ৩৫০টি পুজোর ভার্চুয়াল সূচনা করবেন তিনি। এদিন চেতলা অগ্রণী সহ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোর সূচনা করবেন। জেলায় জেলায় পুজো কমিটিগুলির মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জায়ান্ট স্ক্রিন লাগানোর কাজ। শেষ মুহূর্তের কাজ চলছে প্যান্ডেল প্যান্ডেলে। নির্বিঘ্নে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পুলিশের মাধ্যমে পুজো কমিটিগুলির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় বার্তা। যেহেতু জুমের মাধ্যমে পুজো সূচনা হবে, সেই কারণে যথাযথ ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। মোট তিন দিন হবে সূচনা অনুষ্ঠান। রবিবারের পর মঙ্গলবার এবং বৃহস্পতিবারও জেলার পুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে, মঙ্গলবার ত্রীধারা সম্মেলনী’র পুজো মণ্ডপ এবং বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো মণ্ডপ থেকেই জেলার বাকি পুজোর সূচনা করবেন তিনি। 
  • Link to this news (বর্তমান)