• একাধিক জেলায় ব্লক ও টাউন সভাপতি পদে রদবদল তৃণমূলের
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় তৃণমূলের ব্লক ও টাউন সভাপতির নাম ঘোষণা করা হল শনিবার। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি দলের যুব, মহিলা ও শ্রমিক (আইএনটিটিইউসি) সংগঠনের ব্লক ও টাউন সভাপতি পরিবর্তন করা হয়েছে। হাওড়া গ্রামীণ ও শহর, হুগলির আরামবাগ ও শ্রীরামপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ব্লক ও টাউনের নতুন সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলত পারফরম্যান্সের উপর ভিত্তি করেই এই রদবদল হয়েছে। ২০২১-এর বিধানসভা ও ২০২৪-এর লোকসভা নির্বাচনে যে সমস্ত ব্লক ও টাউন সভাপতির ‘পারফরম্যান্স’ সন্তোষজনক ছিল না, মূলত তাঁরাই দলের কোপে পড়েছেন বলে খবর। এছাড়া, স্থানীয় স্তরে যেসব নেতা-নেত্রীর নাম দুর্নীতিতে জড়িয়েছে বা যাঁদের কাজকর্ম দলকে অস্বস্তিতে ফেলেছে, তাঁদের সরানো হয়েছে। বাকি জেলাগুলির ব্লক ও টাউন সভাপতির নামও দ্রুত ঘোষণা হবে বলে খবর। জেলা সভাপতি, দলীয় বিধায়ক, সাংসদ ও জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা নেতৃত্ব সেখানেই সম্ভাব্য টাউন ও ব্লক সভাপতিদের সম্পর্কে মতামত দেন। সেই সঙ্গে পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের রিপোর্ট ও অভিষেকের নিজস্ব সোর্স থেকে পাওয়া খবর বিশ্লেষণ করে ব্লক ও টাউন সভাপতি স্তরে এই বদল আনা হয়েছে। এদিকে, এদিন বিভিন্ন ব্লকের সভাপতি সহ পদাধিকারীদের নাম ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ইতিমধ্যে তিনি তাঁর পদত্যাগপত্র সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন। কারণ হিসেবে জানিয়েছেন, আমতা, উলুবেড়িয়া উত্তর এবং সাঁকরাইলের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি। তিনি দেখেন, অন্যত্র পরিবর্তন হলেও ওই তিন কেন্দ্রে কোনও রদবদল হয়নি। প্রতিবাদে সমীরবাবু পদ ছাড়তে চেয়েছেন। দলে পুরনোদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না দাবি করে হাওড়া গ্রামীণের আইএনটিটিইউসির সম্পাদক নবকুমার সানাও পদত্যাগ করেছেন পদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে। হুগলিতেও রদবদল হয়েছে। বলাগড় ব্লকের জন্য সাংগঠনিক কমিটি তৈরি করে তার মাথায় অসীমা পাত্রকে বসানো হয়েছে কনভেনর হিসেবে।  
  • Link to this news (বর্তমান)