• পুজোর আগেই তৃণমূলের ৭ সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল
    দৈনিক স্টেটসম্যান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • আগামী ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সংগঠন পূর্ণাঙ্গভাবে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার হাওড়া গ্রামীণ, হুগলির শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ব্লক ও টাউন স্তরে যুব, মহিলা, শ্রমিক এবং মূল সংগঠনে নতুন প্রেসিডেন্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ অঞ্চলের মোট ৮টি টাউন ও ব্লকে এই রদবদল করা হয়েছে।

    শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রতিটি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, পারফরম্যান্স ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নেতাদের পদে আনা হবে। ‘কাজের লোক’ই দলে অগ্রাধিকার পাবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, যা সবাইকে মানতে হবে।

    তৃণমূল সূত্রের খবর, পুজোর আগে নতুন কমিটি ঘোষণার মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি আরও খানিকটা এগিয়ে গেল। পুজোর পরপরই নতুন কমিটি থেকে নির্বাচনী কৌশল বাস্তবায়ন করবে দল, যাতে একুশের চেয়ে বেশি আসনে জয় নিশ্চিত করা যায়।

    সদ্য ঘোষিত রদবদলের লক্ষ্য একটাই, কার্যকর সংগঠন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করা। হাওড়া, হুগলি ও বর্ধমান ব্লক ও টাউন স্তরে নেতৃত্ব পুনর্গঠনের মাধ্যমে তৃণমূল ভবিষ্যৎ নির্বাচনের জন্য ছক কষছে।

    এদিকে মুর্শিদাবাদে তৃণমূলের নতুন ব্লক ও টাউন সভাপতি ঘোষণা করল দল। মুর্শিদাবাদে যুব, মহিলা ও শ্রমিক ইউনিটেও রদবদল করা হয়েছে।


    জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও দিকনির্দেশনায় মুর্শিদাবাদ জেলার (জংগীপুর) মায়ের, যুব, মহিলা ও আইএনটিটিইউসি ফ্রন্টাল ইউনিটের জন্য নতুন ব্লক ও টাউন সভাপতিদের তালিকা ঘোষণা করা হয়েছে।

    নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার সংগঠন আরও মজবুত হবে এবং দলের সকল স্তরে কর্মশক্তি ও সমন্বয় বাড়বে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে শক্তিশালী করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডলের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতার শুভকামনা জানানো হয়েছে। পাশাপাশি বিদায়ী সদস্যদের অনুপ্রেরণামূলক অবদান ও সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)