‘আমাদের পাড়া আমাদের সমাধান’, প্রকল্পের প্রশংসায় সিপিএম নেতা
দৈনিক স্টেটসম্যান | ২১ সেপ্টেম্বর ২০২৫
রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের প্রশংসা করলেন সিপিএম নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ক্ষুদিরাম সিং। তিনি দাবি করেছেন, নাগরিক পরিষেবা উন্নতির জন্য রাজ্য সরকারের এই উদ্যোগের কোনও তুলনা হয় না। বামেদের সরকার থাকাকালীন তাঁরা মানুষের কল্যাণে এতটা এগিয়ে আসতে পারেনি বলে মত ক্ষুদিরামের।
রাজ্যের অন্যান্য এলাকার মতো সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের খাসমহল প্রাথমিক বিদ্যালয়েও আয়োজিত হয় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। সেখানে কানুচক গ্রাম সংসদ অন্তর্ভুক্ত ছিল। এই গ্রাম সংসদের প্রবীণ ব্যক্তি হিসেবে ক্ষুদিরাম সিংকে সভাপতি করা হয়। ক্ষুদিরামবাবু ১৯৮৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ১৫ বছর সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্য সরকারের কাজ দেখে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে, এরকম কাজ আগে হলে মানুষ বাম সরকারকে দূরে সরিয়ে দিতেন না। তবে তিনি প্রধান থাকাকালীন কাজ করার চেষ্টা করেছেন।
এদিন সিপিএম নেতা জানিয়েছেন, প্রধান থাকাকালীন তিনি মানুষের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন বামফ্রন্ট সরকার মানুষের কল্যাণে সাধারণ মানুষের কাজে বর্তমান সরকারের মতো সহযোগিতা করতে পারেনি। সেই কারণে বাম সরকারকে মানুষ দূরে ঠেলে দিয়েছেন। বর্তমান সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষকে সাহায্য করছে তার সঙ্গে বাম সরকারের কোনও তুলনা হয় না।
সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স জানিয়েছেন, রাজ্য সরকারের কর্মসূচিগুলি নিয়ে বিরোধীরা শুধু সমালোচনা করে। সেই আবহে ক্ষুদিরাম সিং নিজে যা অনুভব করেছেন সেটাই বলেছেন। যদিও সিপিএম নেতৃত্ব ক্ষুদিরামের মন্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত বলে দাবি করেছেন। সিপিএমের জেলা কমিটির সদস্য চন্দন গুছাইত জানিয়েছেন, ক্ষুদিরামের বক্তব্য দল সমর্থন করে না।