শেয়ারে বিনিয়োগের নামে প্রায় ৩২ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে কর্নাটক থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম এম থাঙ্গারাজু এবং শমুগা সুন্দরম। শুক্রবার ওই রাজ্যেরবেলেগাঁও থেকে এই দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেন সিআইডি-র সাইবার থানার তদন্তকারীরা। ধৃতদের ট্রানজ়িট রিমান্ডে শনিবার কলকাতায় নিয়ে আসা হয়েছে। একগোয়েন্দা-কর্তা জানান, ধৃত সুন্দরমের সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার প্রায় ২৩ লক্ষ টাকাঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তার ভিত্তিতেইওই দু’জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা এক ব্যক্তি গত মাসে অভিযোগ করেন যে, তাঁর সঙ্গে প্রতারকদের প্রথমে যোগাযোগ হয় সমাজমাধ্যমের একটি বিজ্ঞাপনের সূত্রে। কয়েক বার কথা হওয়ার পরে অভিযোগকারীকে একটিওয়টস্যাপ গ্রুপে যুক্ত করা হয়। অভিযোগ, শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিশাল অঙ্কেরটাকা লাভ হবে, এ কথা বলে তাঁকে প্রলোভন দেখানো হয়। বলা হয়, শেয়ার বাজারে টাকা লাগালে অল্প সময়ে কয়েক গুণ টাকা ফেরত পাওয়া যাবে। এর পরে নানা কথা বলে তাঁর আস্থা অর্জন করে প্রতারকেরা। পুলিশ জানিয়েছে, এর পরেই ওই ব্যক্তি বিনিয়োগের জন্য প্রতারকদের বলে দেওয়া বিভিন্নঅ্যাকাউন্টে প্রায় ৩২ লক্ষ টাকা পাঠান। পরে ওই টাকা তোলার চেষ্টা করতেই প্রতারকেরা উল্টে তাঁর কাছেই মোটা অঙ্কের টাকা চায়। সেই টাকা না দিলে টাকা তুলতে দেওয়া হবে না বলে জানানো হয়। এর পরে প্রতারকেরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এই ঘটনায় অভিযোগকারী বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। তখন তিনি সিআইডি-র সাইবার থানায় অভিযোগ দায়েরকরেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করে তদন্তকারীরা জানতে পারেন, ওই টাকার বড় একটি অংশ গিয়েছে কর্নাটকের এক সংস্থায়। সেই সূত্র ধরেই সিআইডি-র একটি দল সেখানে হানা দিয়ে ওই সংস্থার সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করে নিয়ে আসে কলকাতায়।