গত বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, সিদ্ধান্ত জানিয়ে দিল আইএফএ, তিন দিনে দু’বার লিগ জেতার সুযোগ
আনন্দবাজার | ২১ সেপ্টেম্বর ২০২৫
কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল শুক্রবার দুপুরে। তার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ভাবে গত বারের কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল আইএফএ। এ দিন দুপুরে লিগ কমিটির বৈঠকের পর ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানার-আপ রয়েছে ডায়মন্ড হারবার এফসি।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত এ দিন সংবাদমাধ্যমকে বলেন, “শুক্রবার রাতে আমরা অর্ডার কপি পাই। অর্ডার পাওয়া মাত্র আমরা চিন্তাভাবনা করি যে, এটা নিয়ে দেরি না করে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। সেই মতো শনিবার লিগ কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবারকে রানার-আপ ঘোষণা করা হবে। এখন আর বলতে অসুবিধা নেই যে, গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।”
তিনি আরও বলেন, “পয়েন্ট তালিকা, আদালতের নির্দেশ সব বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে চিঠি চলে যাবে। আমাদের কমিটিতে একজন আইনজীবী রয়েছেন। উনি সকলের কাছে ব্যাপারটা বিশ্লেষণ করেন। সকলে মিলে একমত হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার। আইএফএ-র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা দূর করা দরকার ছিল।” আলোচনার পর ইস্টবেঙ্গলের হাতে ট্রফি দেওয়া হবে বলে জানান অনির্বাণ। আইএফএ-র সমাজমাধ্যমেও ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে।
আগামী সোমবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এই মরসুমের কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। সেই ম্যাচে ড্র করলেই লিগ জিতবে ইস্টবেঙ্গল। সে ক্ষেত্রে দু’দিনের ব্যবধানে টানা দু’টি কলকাতা লিগ জিতবে তারা।
উল্লেখ্য, গত বার কলকাতা লিগে ডায়মন্ড হারবার খেলতে চায়নি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আই লিগ ২-এর ম্যাচ থাকায় আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিল ডায়মন্ড হারবার। তা করা হয়নি। ডায়মন্ড হারবারও খেলেনি। ভবানীপুর আগেই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল। ফলে ৪৭ পয়েন্টে শেষ করেছিল ইস্টবেঙ্গল। তাদের চ্যাম্পিয়নও ঘোষণা করে দিয়েছিল আইএফএ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই জেলা আদালতে যায় ডায়মন্ড হারবার।
ডায়মন্ড হারবার অভিযোগ করেছিল, ফেব্রুয়ারি মাসে টানা কয়েক দিনে তাদের কলকাতা ফুটবল লিগ, রিলায়্যান্স ফাউন্ডেশন লিগ ও আই লিগ ২-এর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। ফলে ফুটবলারেরা শারীরিক ভাবে ফিট ছিলেন না। ডায়মন্ড হারবার ক্লাব আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচ পিছোনোর অনুরোধ করে। কিন্তু তারা তা মঞ্জুর করেনি। ডায়মন্ড হারবারের অভিযোগ, ইস্টবেঙ্গলকে অন্যায় ভাবে গত মরসুমে কলকাতা চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
আলিপুর জেলা আদালত প্রথমে ডায়মন্ড হারবারের পক্ষে রায় দেয়। আদালত জানিয়ে দেয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। আলিপুর জেলা আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইএফএ হাই কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার রায় ঘোষণা করে হাই কোর্ট জানায়, জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছিল, যা আইনসম্মত নয়।