• Live: কুড়মি আন্দোলনের প্রভাব, আজও বাতিল একাধিক ট্রেন
    এই সময় | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর মুখে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে অজিত মাহাতোর নেতৃত্বাধীন ‘আদিবাসী কুড়মি সমাজ’। ২০ সেপ্টেম্বর, শনিবার থেকেই এর ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবার উপরে। রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়ার দিনেও দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে বাতিল করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। 

    মহালয়ার ভোরে তর্পণ করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হুগলি নদীতে উলুবড়িয়া কালীবাড়ি ঘাটের কাছে। শুরু হয়েছে নাবালিকার খোঁজ। নাবানো হয়েছে ডুবুরিও। যদিও এখনও নাবালিকার কোনও সন্ধান পাওয়া যায়নি। 

    ২০ সেপ্টেম্বর সীমান্তে কুপওয়ারার কাছে ভারত এবং পাকিস্তানি সেনার মধ্যে গুলি বিনিময় হয়েছে, সূত্রের খবর এমনটাই। যদিও সেনার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

    আজ এশিয়া কাপে টানটান ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ অন্তহীন। আজ এই ম্যাচের দিকে থাকবে নজর। 

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এ দিন থেকে উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। 

    রবিবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ঘাটে মহালয়ার জন্য তর্পণের আয়োজন করা হয়েছে। ঘাটগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 

  • Link to this news (এই সময়)