আজকাল এওয়েবডেস্ক: ট্রেন ও স্টেশনে বিক্রি হওয়া 'রেল নীর' ব্র্যান্ডের বোতলজাত পানীয় জলের দাম কমানো হল। বিজ্ঞপ্তি জারি করে জানাল রেলমন্ত্রক। জিএসটি হ্রাসের সুবিধা সরাসরি রেল যাত্রীদের কাছে পৌঁছে দিল ভারতীয় রেল।
এতদিন এক লিটার 'রেল নীর' জল কিনতে যাত্রীদের দিতে হত ১৫ টাকা। আগামী ২২ সেপ্টেম্বর থেকে তা কমিয়ে করা হচ্ছে ১৪ টাকা। আধা লিটার বোতলের ক্ষেত্রেও দাম ১০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯ টাকা। রেলের ক্যাটারিং সংস্থা আইআরসিটিসি-র তালিকাভুক্ত অন্যান্য নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের জলের বোতলের ক্ষেত্রেও আগামী ২২ সেপ্টেম্বর থেকে একই নিয়ম প্রযোজ্য হবে বলে মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে।
রেলের এই সিদ্ধান্ত যাত্রীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। যদিও অনেক যাত্রী অভিযোগ করেছেন, অনুমোদিত মূল্যের চেয়েও বেশি দামে জল বিক্রি হয় স্টেশন ও ট্রেনে। এ প্রসঙ্গে রেল জানিয়েছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফলে অতিরিক্ত দাম নেওয়া আইনবিরুদ্ধ।
চলতি মাসের ৩ তারিখে জিএসটি কাউন্সিল সরকারের প্রস্তাব অনুমোদন করে। নতুন নিয়ম অনুযায়ী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মাত্র দু'টি জিএসটি স্ল্যাব, পাঁচ ও ১৮ শতাংশ। ফলে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- শ্যাম্পু, সাবান, বাইক ও গাড়ির দামও কমতে শুরু করবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও জানিয়েছেন, এই জিএসটি হ্রাসের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের উদ্দেশ্য, এবং এ ব্যাপারে কোনও গাফিলতি হলে করা হবে কঠোর পদক্ষেপ।