• পুজোর শপিং ভেস্তে যাবে, মহালয়ায় ভাসবে বাংলা! জেলায় জেলায় প্রবল বৃষ্টি, টানা চারদিন কোন কোন জেলায় চরম ভোগান্তি? ...
    আজকাল | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা। চারিদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই একটানা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোয় বৃষ্টি তো হবেই। চলতি সপ্তাহেও দুর্যোগের হাত থেকে মিলবে না রেহাই। 

     উৎসবের আবহে নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। এমনকী পুজোর আগেও বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই। মহালয়াতেও প্রবল বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা চারদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

    হাওয়া অফিস জানিয়েছে, ১ জুন থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই মরশুমের মোট বৃষ্টিপাত ১২৮৫.৮ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ৪ শতাংশ বেশি। এর মধ্যে ১৬টি জেলাতে বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিক, ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ২টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। 

    হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগর ও তার সংলগ্ন মায়ানমার উপকূলে রয়েছে। আগামিকাল, সোমবার ওই ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছতে পারে। পাশাপাশি, বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আজ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার ও মঙ্গলবার শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং বুধবার বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। 

    ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষের দিকে, নবমী এবং দশমীর দিন। অর্থাৎ হাওয়া অফিসের কথায়, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’‌এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
  • Link to this news (আজকাল)