• বায়ুদূষণে দিল্লিকে টেক্কা কলকাতার, আজ বিশ্বের ‘দূষিততম’ শহর লাহোর
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: দিল্লির বায়ুদূষণ নিয়ে কম হইচই হয় না। এ নিয়ে ইতিপূর্বে পদক্ষেপ করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টকে। শীর্ষ আদালতের গুঁতো খেয়ে নড়েচড়ে বসেছে সরকার। এদিকে, কলকাতার পরিস্থিতিও মোটেই ভালো নয়। বরং বলা ভালো, পরিস্থিতি আরও ভয়ঙ্কর। আজ, রবিবার, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে বায়ুদূষণে কলকাতা আছে তিন নম্বরে। সেখানে দিল্লির স্থান নবম। এমনই জানানো হয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তরফে। এই প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বিভিন্ন শহরের বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে তারা।

    এদিন সকাল ১০টা নাগাদ আইকিউএয়ারে কলকাতার গড় বায়ুমান ১৬৫। সেখানে রাজধানী দিল্লির স্কোর ১২৭। উভয় মান মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

    আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বায়ুদূষণে আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৬। তালিকায় এর পরেই বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান (১৭৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে কঙ্গোর কিনশাসা (১৫৬) এবং ভিয়েতনামের হ্যানয় (১৪২) শহর। পাকিস্তানের আর এক শহর করাচি (৯২) আছে তালিকায় ১৩ নম্বরে। 

    এদিকে, বিশ্বের স্বচ্ছ্বতম শহর হল মায়ানমারের ইয়াঙ্গন এবং জাপানের টোকিও। আইকিউএয়ারে উভয় শহরের স্কোর ১১। আর ১২ স্কোর সহ দ্বিতীয় স্থানে যৌথভাবে তাইওয়ানের তাইপেই এবং অস্ট্রেলিয়ার মেলবর্ন। 
  • Link to this news (বর্তমান)