‘ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে’, মহালয়ায় পুজোর নতুন গান প্রকাশ মমতার
প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিতৃপক্ষ শেষ, শুরু দেবীপক্ষ। রবিবার মহালয়ায় পুণ্য লগ্নে সূচনা হয়ে গেল বাঙালির প্রাণের উৎসবের। আর এমন পবিত্র দিনে দুর্গাপুজো নিয়ে নিজের গান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডলের আগমনি গানের ভিডিওটি পোস্ট করেছেন তিনি। শস্যশ্যামল বঙ্গের ঘরে ঘরে উমাকে আবাহনের বার্তা নিয়ে গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘ধনধান্যে ভরে/মা এসেছেন ঘরে’ গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিভিন্ন পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর এই আগমনি গান শোনা যাবে।
“জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী” ? রবিবার, মহালয়ায় পুণ্য লগ্নে এক্স হ্যান্ডলে পোস্ট করে এভাবেই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেইসঙ্গে তিনি পোস্ট করেছেন নিজের তৈরি আগমনি গানটি। শনিবারই কলকাতার তিন নামী পুজোমণ্ডপের দ্বারোদ্ঘাটন করতে গিয়ে এই গানের কথা তিনি জানিয়েছিলেন। তাঁর কথায়, ”আমি শিল্পী নই। তবে অনেক আগে গান শিখেছিলাম। অনেক বাদ্যযন্ত্রও আমি বাজাতে পারি। তাই অনেকেই আমায় বলে, গান লিখতে, গাইতে। কিন্তু আমি তো শিল্পী নই। তাই তত ভালো গাইতে পারি না। পুজোর সময় আমি প্রতি বছর অন্তত একটা গান লিখি, সুর করি। আমার গানগুলো গায় ইন্দ্রনীল (মন্ত্রী ইন্দ্রনীল সেন)। এবারও একটা গান আমি তৈরি করেছি। তার কথাগুলো হল ? ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে। আসলে আমাদের বাংলা তো কৃষিপ্রধান। শস্যশ্যামলা এই বাংলার মাটিতে ফসলই সব, কৃষক আমাদের অন্নদাতা। সারাবছর তাঁরা আমাদের মুখে অন্ন জোগান। তাই মায়ের কাছ প্রার্থনা, তাঁদের ধানের গোলা ভরে উঠুক। মায়ের আগমন যেন তাঁদের কাছে আশীর্বাদ হয়ে ওঠে।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই যেন প্রতিধ্বনিত হল তাঁর আগমনি গানে। কথাগুলো অনেকটা এরকম ? ‘ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে/পুণ্য শস্যভাণ্ডার/শস্য সবুজ করে।’ পরের স্তবকগুলিতে মাকে সাজিয়ে বরণ করে নেওয়ার আহ্বান রয়েছে গানে। সবমিলিয়ে ২ মিনিট ৪০ সেকেন্ডের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন অনেকে। তার প্রশংসাও করেছেন। পুজোয় মমতার গান নতুন নয়। হাজার কাজ সামলেও উদ্যোক্তাদের অনুরোধ মেনে তিনি আগমনি সঙ্গীত তৈরি করেন। এবারও তার ব্যতিক্রম হল না। আর মহালয়া থেকে সেই গান সর্বসাধারণের কাছে পৌঁছে গেল।