• টক টু মেয়রে জানানোর প্রতিক্রিয়া, অবশেষে সংস্কার শুরু শিলিগুড়ির বিধান মার্কেটের
    এই সময় | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: বিধান মার্কেট সংস্কারের কাজে শেষ পর্যন্ত হাত দিচ্ছে শিলিগুড়ি পুরসভা। বাজারের পুরানো মাছ বাজার এবং এনআর সেক্টরকে আপাতত ঢেলে সাজানো হবে। তার পরে হাত পড়বে অন্যত্র। শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের পরে মেয়র গৌতম দেব জানান, পুরোনো মাছ বাজার এবং এনআর সেক্টরের সংস্কারের কাজের নকশা তৈরি হয়ে গিয়েছে। এ বার কাজে নামার পালা।

    প্রায় দুই দশক ধরে শিলিগুড়ির বিধান মার্কেটের সংস্কারের লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরসভা। বর্তমান মার্কেটের কাঠামো বদলে আধুনিক বাজারের রূপ দেওয়ার পরিকল্পনা হলেও বাধ সেধেছেন ব্যবসায়ীরা। তাঁরা বর্তমান কাঠামোর বদল চান না বলে অভিযোগ। অথচ, বাজারের পরিস্থিতি দিন দিন বেহাল হচ্ছে।

    বছরে দু' থেকে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পার্কিং বলে বাজারে কিছু নেই। তার সঙ্গে চলছে জবরদখল বাজারের ব্যবসায়ীদের একাংশই এই জবরদখলে মদত দিচ্ছেন হলে অভিযোগ। এই পরিস্থিতিতে আপাতত পুরোনো মাছ বাজার এবং এনআর সেক্টর সংস্কারের কাজে হাত দিতে চায় পুরসভা। পুরোনো মাছ বাজারে এখন ফুল হোটেল-সহ মোট ১৪টি দোকান রয়েছে। এর বাইরে রয়েছে তুলা পট্টি। সেখানে লেপ, তোষক, জামা কাপড়ের দোকান রয়েছে। পাশেই এনআর সেক্টর। সেটিও বেহাল।

    পুরো এলাকাটিই ঢেলে সাজানো হবে। মেয়র বলেন, 'বিধান মার্কেটের সংস্কার জরুরি। আপাতত পুরোনো মাছ বাজার এবং এনআর সেক্টরের সংস্কার করা হবে। নীচে দোকান এবং উপরে অফিস তৈরি করা হবে।' বিধান মার্কেট সংস্কার ছাড়াও পুজোর পরেই মাল্লাগুড়িতে নয়া বাসস্ট্যান্ড তৈরির কাজে নামবে রাজ্যের পরিবহণ দপ্তর। হিমুলের গোখাদ্য তৈরির প্রায় ৯ একর জমিতে গড়ে উঠবে ওই বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডটি তৈরি হলে শিলিগুড়ির সমস্ত দূরপাল্লার বাস নয়া বাসস্ট্যান্ড থেকে চলাচল করবে বলে জানিয়েছেন মেয়র।

  • Link to this news (এই সময়)