• সখেরবাজারে ডেলিভারি বয়কে মার, মাথায় ৮টা সেলাই যুবকের
    এই সময় | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • সখেরবাজারে ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ। শনিবার রাতের এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন নিরূপম ভুঁই নামে ওই যুবক। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন নিরূপম। সেই সময়ে উল্টো দিক থেকে বাইকে আসছিলেন দুই ব্যক্তি।

    নিরূপমের অভিযোগ, ‘বাইকটা খুব জোরে আসছিল। আমি রাস্তার ডান দিকে ঘুরব বলে হাত দেখাই। তবু বাইক চালক গতি কমাননি। এর পরেই আচমকা পড়ে যান বাইক নিয়ে। আমি তখনও অনেক দূরে। পড়ে গিয়েছে দেখে সাহায্য করতে ছুটে যাই। তখন আমাকেই মারধর করতে শুরু করেন।’

    ওই ডেলিভারি বয়ের অভিযোগ, এলোপাথাড়ি চড়, ঘুষি চলে। সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। পরে জ্ঞান ফিরতে পাশের একটি পুকুরে গিয়ে কোনও মতে জল মুখে ছিটিয়ে উঠে আসেন। হরিদেবপুর থানায় অভিযোগ জানানো হলে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। ২১ বছরের নিরূপমের মাথায় ৮টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)