আজকাল ওয়েবডেস্ক: যৌন চাহিদা মেটাতে গরুর সঙ্গে সঙ্গম। প্রৌঢ়ের কীর্তি ফাঁস হতেই চরম পদক্ষেপ করলেন গ্রামবাসীরা। অভিযুক্ত প্রৌঢ়কে জুতোর মালা পরিয়ে প্যারেড করানো হল গ্রামের রাস্তায়। ঘটনাটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই জড়িত বলে জানা গেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের আগার মালওয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নালাখেদা থানার অন্তর্গত এলাকায় ভরা রাস্তায় ঘটনাটি ঘটেছে। পুলিশ আধিকারিক সর্দার সিং পারমের জানিয়েছেন, ৫৫ বছরের মহম্মদ শহিদকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর অভিযুক্তকে গরুর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে দেখা গিয়েছিল। প্রৌঢ়ের অশালীন আচরণ দেখেই পুলিশে জানানোর পরিবর্তে গ্রামবাসীরাই কড়া পদক্ষেপ করেন। ভরা রাস্তায় জুতোর মালা পরিয়ে তাঁকে প্যারেড করানো হয়। পুলিশ বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকেই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
যৌন চাহিদা তুঙ্গে। বাদ পড়ল না নিরীহ পথকুকুর। যৌন খিদে মেটাতে জোর করে পথকুকুরের সঙ্গে সঙ্গমে লিপ্ত হল এক তরুণ। সেই মুহূর্তের ভিডিও তুলে রেখেছিল তার বন্ধু। এরপর ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি ঘিরে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ করেছে পুলিশও। পথকুকুরের সঙ্গে জোর করে সঙ্গমের অভিযোগের ভিত্তিতে তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশ জানিয়েছে, গত ৭ আগস্ট একটি সমাজসেবী সংস্থার তরফে গোমতিনগর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ২৪ বছর বয়সি তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম, সোনু বিশ্বকর্মা।
পুলিশ আরও জানিয়েছে, এনজিও আসরা, দ্য হেল্প হ্যান্ডসের তরফে অভিযোগটি জানানো হয়েছিল। সংস্থার প্রেসিডেন্ট চারু খারে জানিয়েছেন, খাবারের টোপ দিয়ে অভিযুক্ত তরুণ পথকুকুরটিকে নির্জন এলাকায় নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে পথকুকুরটিকে যৌন হেনস্থা করে। পথচলতি কয়েকজন সোনুর কীর্তি দেখে ফেলেন। মুহূর্তের মধ্যে এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। সকলেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। চাপে পড়ে পথকুকুরকে ছেড়ে পালিয়ে যায় সোনু।
পথকুকুরের উদ্দাম যৌনতার সময় সোনুর এক বন্ধু ভিডিওটি তুলে রেখেছিল। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় তারা ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হতেই ঘটে বিপত্তি। থানায় অভিযোগ দায়ের করে ওই সংস্থাটি। অভিযোগের ভিত্তিতে দ্রুত কড়া পদক্ষেপ করে পুলিশ। সোনুকে গ্রেপ্তার করেছে তারা। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, পথকুকুরের সঙ্গে জোর করে সঙ্গমের ঘটনা অতীতেও বিভিন্ন জায়গায় একাধিকবার ঘটেছে। কড়া পদক্ষেপের পরেও থামেনি এই অপরাধমূলক কর্মকাণ্ড। এর আগে ২০২৩ সালে মহারাষ্ট্রের নাগপুরের একটি উদ্যানে রাস্তার কুকুরের সঙ্গে সঙ্গমের অভিযোগে গ্রেপ্তার হন এক ব্যক্তি। একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। বছর ৪০-এর ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি যৌন চাহিদা মেটাতে রাস্তার কুকুরের সঙ্গে একটি উদ্যানে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। কেউ সেই ঘটনার ভিডিও তুলে ছেড়ে দেন সমাজমাধ্যমে। সূত্রের মাধ্যমে এই খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।