• ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে ফষ্টিনষ্টি! ধরা পড়তেই গৃহবধূকে নগ্ন করে মারধর স্বামীর, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ওড়িশায় ...
    আজকাল | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কর্মসূত্রে স্বামী থাকেন ভিন রাজ্যে। সেই সুযোগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে দিনের পর দিন কাটান প্রেমিক। জানাজানি হতেই মধ্যযুগীয় নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওই জেলার বরগাঁও থানার অন্তর্গত বিরিমুন্ডা গ্রামে। এক গৃহবধূকে নগ্ন করে মারধর করে, গোটা গ্রামে প্যারেড করানোর অভিযোগ উঠেছে। শনিবার এই বর্বোরোচিত আচরণের জেরে গৃহবধূর স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, এখনও পর্যন্ত থানায় এই ঘটনাটি ঘিরে কেউ অভিযোগ দায়ের করেননি। গৃহবধূর স্বামী বেঙ্গালুরুতে কর্মসূত্তেরে থাকেন। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্রামেরই এক অবিবাহিত তরুণের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। স্বামী যখন কাজের সূত্রে বাইরে, তখন টানা চারদিন গৃহবধূর বাড়িতেই কাটান তাঁর প্রেমিক। 

    ঘটনাটি নজরে পড়েছিল গ্রামবাসীদের। বিবাহবহির্ভূত সম্পর্কটি ফাঁস হতেই ওই গ্রামে গৃহবধূ ও তরুণকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে গ্রামবাসীদের সামনেই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তাঁরা স্বীকার করে নেন। এর মধ্যেই গৃহবধূর স্বামী বেঙ্গালুরু থেকে গ্রামে ফিরে আসেন। গ্রামে ফিরেই স্ত্রীর প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন। 

    বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতেই গ্রামবাসীদের সামনেই স্ত্রীর উপর অকথ্য নির্যাতন শুরু করেন স্বামী। স্ত্রীকে নগ্ন করে মারধর করেন। এরপর সেই অবস্থাতেই গ্রামে প্যারেড করান‌। অচৈতন্য অবস্থায় গৃহবধূ লুটিয়ে পড়লেই, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বামী। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। থানায় অভিযোগ দায়ের না হলেও, ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার চারজনকে তারা গ্রেপ্তার করেছে। 

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহের জেরে আরও এক গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহ। তার জেরেই ভয়াবহ হেনস্থার শিকার হলেন এক যুবতী। দুই যুবকের সঙ্গে তাঁকে হাতেনাতে ধরেই আত্মীয়দের আশঙ্কা হয়েছিল, যুবতী হয়তো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহেই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ওই জেলার কয়েকজন গ্রামবাসী এক মহিলা ও দুই যুবককে ইলেক্ট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ভয়ঙ্কর হেনস্থার শিকার হন ওই মহিলা ও দুই যুবক। 

    পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের এক বিবাহিত যুবতী দুই যুবকের সঙ্গে বাইকে চেপে জশিপুর মার্কেটে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেই পরিবারের সদস্যরা দেখেন বিবাহিত ওই যুবতী দুই যুবকের সঙ্গে ঘোরাঘুরি করছেন। তার থেকেই অশান্তি শুরু হয়। যুবতীর পরিবারের সন্দেহ, ওই দুই যুবকের মধ্যে একজনের সঙ্গে বিবাহিত যুবতী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। 

    এরপরই তিনজনকে হাতেনাতে ধরে গ্রামবাসীরা একটি ইলেক্ট্রিক পোলে বেঁধে ফেলেন। দুই যুবক ও ওই বিবাহিত যুবতীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন‌। পথচলতি কয়েকজন লোক সেই মুহূর্তে ভিডিও করেন। জানা গেছে, ওই বিবাহিত যুবতীর দুই সন্তান রয়েছে। তাঁর কাকা ও কয়েকজন আত্মীয় যুবতীকে ওই যুবকদের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁদের সন্দেহ হয়েছিল, যুবতী নিশ্চয়ই কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এদিকে ওই দুই যুবক নাকি যুবতীর ভাইয়ের মতো ছিলেন। 

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে জশিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, যুবতীর স্বামী ও এক যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)