আজকাল ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে এক নিন্দনীয় ঘটনার সৃষ্টি হয়েছে। উত্তর দিল্লির মরিস নগর এলাকায় অনলাইন ক্যাব চালকের বিরুদ্ধে এক মহিলা শিক্ষার্থীর সামনে হস্তমৈথুন করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে,গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম লোম শঙ্কর (৪৮), যিনি মালকা গঞ্জ এলাকার বাসিন্দা। তিনি অনলাইন ক্যাব চালক হিসেবে কাজ করছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী ২২ বছর বয়সী এবং তিনি মূলত বেঙ্গালুরু-নিবাসী। সম্প্রতি দিল্লিতে উচ্চশিক্ষার জন্য পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়ে এসেছেন।
ঘটনার বর্ণনায় জানা যায়, ওই দিন সকালে শিক্ষার্থী দেরি হয়ে যাওয়ায় কলেজে পৌঁছানোর জন্য অনলাইনে ক্যাব বুক করেন। অ্যাপে ১০ মিনিটে গাড়ি আসবে জানানো হলেও চালক ফোন করে তাকে অনুরোধ করেন যেন রাইড ক্যানসেল না করেন। পরে গাড়ি এলে শঙ্কর প্রথমে ওই শিক্ষার্থীকে সামনের সিটে বসতে বলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে পিছনের সিটে বসেন। এরপর থেকেই চালকের আচরণ সন্দেহজনক মনে হয়।
পুলিশ জানায়, শঙ্কর গাড়ি চালানোর সময় শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গাড়ি চালানোর সময়ই অর্ধেক প্যান্ট নামিয়ে হস্তমৈথুন করতে থাকেন। শিক্ষার্থী প্রতিবাদ ও চিৎকার করলেও অভিযুক্ত গাড়ি থামাননি। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামানো হলে শিক্ষার্থী তৎক্ষণাৎ নেমে পালিয়ে যান এবং কাছাকাছি ক্রান্তি চৌকে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে গিয়ে অভিযোগ জানান।
উত্তর জেলার উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) রাজা বান্থিয়া সাংবাদিকদের জানান, "শিক্ষার্থী ঘটনাস্থলেই আমাদের টহলরত পুলিশকর্মীদের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। চালক তখন পালিয়ে যায়। পরে র্যাপিডোর মাধ্যমে অভিযুক্তের সমস্ত তথ্য সংগ্রহ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।"
শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে মরিস নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক ও অপরাধ তদন্ত দল গাড়িটি পরীক্ষা করে প্রমাণ সংগ্রহ করেছে। ক্যাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় দিল্লি জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা সংস্থাগুলির উপর।