আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগর থেকে বাবুঘাট, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণে উপছে পড়েছে ভিড়। পাশাপাশি চলছে প্রশাসনিক নজরদারি।
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগর থেকে বাবুঘাট এবং ডায়মন্ড হারবার সহ একাধিক নদী তীরবর্তী এলাকায় মহালয়ার সকাল থেকে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ এবং পুণ্য স্নানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
মহালয়ার পুণ্য লগ্নে পুণ্য স্নানে গঙ্গাসাগরে ৭০ হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। ডায়মন্ড হারবারের হুগলি নদীর পাড়ে তর্পণের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডায়মন্ড হারবার পুরসভার এলাকার ৭টি স্নানের ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে পুণ্যার্থীদের মিষ্টিমুখেরও ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ড হারবার হুগলি নদীতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজ মহালয়া। পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দেবীপক্ষের সূচনা। রাজ্যের অন্যতম তীর্থস্থান গঙ্গাসাগরে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে।
পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরের তীরে। সূর্যোদয়ের আগেই শুরু হয়েছে এই পবিত্র অনুষ্ঠান। পুণ্যার্থীদের ভিড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গঙ্গাসাগর কোস্টাল থানার তরফ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে রাখা হয়েছে ১৪ টি ট্রলার। নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিভিল ডিফেন্স কর্মীরাও তৎপর রয়েছেন। পুণ্যার্থীদের সুরক্ষার পাশাপাশি, তাঁদের সুবিধার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের ফলে নির্বিঘ্নেই চলছে তর্পণ।
রাজ্যের অন্যান্য নদী এবং ঘাটেও একই চিত্র দেখা গেছে। ভোরের আলো ফুটতেই গঙ্গা এবং অন্যান্য নদীর তীরে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। ভোর থেকে এই উৎসবের আমেজে রাজ্য জুড়ে বেজে উঠেছে দেবীপক্ষের আগমনীর সুর। প্রতিটি বাঙালির মনে এখন একটাই অপেক্ষা, মা দুর্গার আগমন। মহালয়ার পুণ্য লগ্নে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ এবং গঙ্গাসাগরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, ইতিমধ্যেই মহালয়ার পুণ্য লগ্নে পুণ্যস্নান করার জন্য ৭০ হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বহু পুণ্যার্থী আসছেন বলে জানা গিয়েছে। এই সংখ্যাটা এক লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।