• আজ বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ মোদির, তুঙ্গে জল্পনা
    বর্তমান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: আজ, রবিবার, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেল ৫টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ভাষণ। এমনই জানা গিয়েছে সরকারি সূত্রে। আর এই খবর ঘিরে তুঙ্গে জল্পনা। নোট বাতিল হোক বা লকডাউন, প্রতিটি ক্ষেত্রে দেশবাসীর কাছে ধাক্কাটা এসেছিল আকস্মিক। জাতির উদ্দেশে ভাষণে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মোদি। আজ কি বিশেষ কোনও ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী?

    যদিও তথ্যভিজ্ঞ মহলের মতে, সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার মতো বিশেষ কিছু নেই। দেশজুড়ে জিএসটির হারে আমূল পরিবর্তন আসতে চলেছে। আগামীকাল,  ২২ সেপ্টেম্বর থেকে চালু  হতে চলেছে নয়া কাঠামো। প্রধানমন্ত্রীর আজকের জাতির উদ্দেশ্যে ভাষণে মুখ্যত এই বিষয়টিই স্থান পেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমবার স্বাধীনতা দিবসের ভাষণে দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছিলেন মোদি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি আরও একবার এনিয়ে নিজের ঢাকঢোল পেটাতে পারেন। কারণ অতীতে দেখা গিয়েছে, আত্মপ্রচারের ন্যূনতম সুযোগও হাতছাড়া করেন না মোদি। 

    বর্তমানে সাধারণভাবে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ জিএসটির হার চালু আছে। নয়া হার হবে ৫, ১৮ এবং ৪০ শতাংশ। সরকারের বক্তব্য অনুযায়ী, নয়া কাঠামোয় অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয় পণ্যগুলিকে ৫ শতাংশকে রাখা হয়েছে। বেশিরভাগ পণ্য ও পরিষেবাকে রাখা হয়েছে ১৮ শতাংশের আওতায়। এর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সুবিধা হবে।
  • Link to this news (বর্তমান)