ইম্ফল, ২১ সেপ্টেম্বর: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দু’জনকে আটক করল পুলিশ। গতকাল, শনিবার তাঁদের আটক করা হয়েছে। সেইসঙ্গে হামলাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি গাড়ি। অ্যামবুশের ঘটনায় এই গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত গাড়িটির মালিকানা একাধিক ব্যক্তির। তাঁদের প্রত্যেককে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
মণিপুর পুলিশের তরফে রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হলেও সামগ্রিক আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিষ্ণুপুর জেলার সাবল লেইকাই নাম্বোল এলাকায় হামলার পরিপ্রেক্ষিতে শান্তিপুর ও ইশোক এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।’
গত শুক্রবার বিকেল ৬টা নাগাদ বিষ্ণুপুর জেলার নাম্বোল থানার অন্তর্গত সাবল লেইকাই নাম্বোল এলাকায় জওয়ানদের কনভয়ের অতর্কিতে হামলা চালায় উপর সশস্ত্র জঙ্গিরা। ঝাঁকে ঝাঁকে ছুটে আসে গুলি। অপ্রত্যাশিত এই হামলায় প্রাথমিকভাবে দিশাহারা হয়ে পড়েন জওয়ানরা। পালটা জবাব দিলেও ততক্ষণে অসম রাইফেলসের এক জওয়ান প্রাণ হারিয়েছেন। তারপর কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে আরও এক জওয়ানের। চার জওয়ান গুরুতর জখম। আহতদের চিকিৎসা চলছে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সসে।