নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। রীতি মেনে তর্পণের জন্য ভাগীরথী নদীতে এদিন সকাল থেকেই উপচে পড়েছিল ভিড়। প্রতিটি ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফেও। কিন্তু তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। কাঁচরাপাড়ার রাসমণি ঘাটে তর্পণ করতে এসে নদীতে তলিয়ে গেলেন এক যুবক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের নাম জিৎ বল। বাড়ি নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুরে। তর্পণের জন্য নদীতে নেমেছিলেন তিনি। সে সময় পড়ে যান। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। শুরু হয় তল্লাশি। বেশ কিছুক্ষণের চেষ্টায় জলে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে কল্যাণীর জেএমএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।