নিজস্ব প্রতিনিধি, ২১ সেপ্টেম্বর: মহালয়ার সকালে খাস কলকাতায় শ্যুটআউট। এদিন সকালে গুলি চলল শহরের চারু মার্কেট এলাকায়। একটি জিমে ঢুকে পর পর দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও কারও আঘাত লাগেনি।জানা গিয়েছে, এদিনের হামলার লক্ষ্য ছিলেন জিমের মালিক। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরে তারা দু’টি বাইকে চেপে চম্পট দেয়। আক্রমণকারীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।