• খড়গপুর আইআইটিতে ফের অস্বাভাবিক মৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আইআইটির বি আর আম্বেদকর হলের ৫৫৭ নম্বর রুমে থাকতেন তিনি। শনিবার দুপুরে সেই রুম থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ।

    মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। তাঁর বাবার নাম মনোজকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। হর্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালের পর থেকে তাঁর রুম বন্ধ ছিল। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সহপাঠীদের সন্দেহ হয়। তারপর দরজা ভেঙে হর্ষের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ফ্যান থেকে বেড কভার জাতীয় কাপড়ের সাহায্যে ঝুলছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, হর্ষ আত্মহত্যা করেছেন। তবে গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)