• শিলিগুড়ি-সিকিম রুটে বাড়ছে সরকারি বাস, শুরু অনলাইন বুকিং ব্যবস্থাও
    দৈনিক স্টেটসম্যান | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • উৎসবের মরশুমে পর্যটকদের যাতায়াতে বাড়তি স্বস্তি দিতে শিলিগুড়ি থেকে গ্যাংটক রুটে আরও একটি সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এতদিন এই রুটে শুধুমাত্র একটি বাস চলাচল করত। রবিবার থেকে প্রতিদিন দুটি বাস চলছে এই গুরুত্বপূর্ণ পর্যটন রুটে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, নতুন বাসটি প্রতিদিন সকাল ৭টায় শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে রওনা দিচ্ছে। সেই বাসটিই গ্যাংটক থেকে শিলিগুড়ির পথে রওনা হচ্ছে দুপুর আড়াইটা নাগাদ।

    শুধু সিকিমই নয়, শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটেও পরিষেবায় জোর দেওয়া হয়েছে। এখন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই রুটে নিয়মিত বাস চলবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে চালু হচ্ছে অনলাইন বুকিং ব্যবস্থাও। এখন থেকে যাত্রীরা অনলাইনে দার্জিলিং এবং অন্যান্য রুটের টিকিট বুকিং করতে পারবেন। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ‘পর্যটকদের কথা মাথায় রেখেই শিলিগুড়ি-গ্যাংটক রুটে বাস সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া যাতে টিকিট বুকিংয়ে কোনও অসুবিধা না হয়, তার জন্য অনলাইন বুকিং চালু করা হচ্ছে।’

    পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ‘চতুর্থী ও পঞ্চমীতে শিলিগুড়ি শহরের প্রবীণ নাগরিকদের জন্য পুজো মণ্ডপ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে নিগমের পক্ষ থেকে। এই বিশেষ পরিষেবায় এসি ও নন-এসি বাসের ব্যবস্থা থাকবে।’ উৎসবের আনন্দে ভরপুর এই মরশুমে উত্তরবঙ্গের পর্যটন ও সাধারণ যাত্রীদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর। সরকারি পরিবহনে যাত্রা করতে আগ্রহীদের কাছে এই পরিষেবা অত্যন্ত উপকারী হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)