পুজোর সময় মেট্রোর উপচে পড়া ভিড়ের দুশ্চিন্তা কমিয়ে যাত্রীদের সুখবর জানিয়েছে কলকাতা মেট্রো। ভিড় সামাল দিতে এবার ৮ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মেট্রো ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। এই রুটে প্রতিদিন ১৮৬টির বদলে ২২৬ ট্রিপ মেট্রো চলবে। শনিবার থেকেই এই নতুন পরিষেবা চালু হয়েছে।
এই লাইনে প্রথম এবং শেষ মেট্রোটি একই সময় চলবে। মহালয়ার দিন খুব সকাল সকাল এই লাইনে মেট্রো পেয়ে যাবেন যাত্রীরা। রবিবার সাধারণত ১০৪টি মেট্রো ট্রিপের মাধ্যমে পরিষেবা পায় মানুষ। তবে এই রবিবার পুজোর জন্য ১৩৬টি মেট্রো ট্রিপের পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম-দক্ষিনেশ্বর রুটেও মেট্রোর সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কিভাবে কমানো যায় সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেবে কলকাতা মেট্রো। পুজোর সময় যাতে কোনও বিপত্তি না হয় তাই আগে থেকেই তারা সবরকমের ব্যবস্থা নিয়ে রাখছে।
সূত্রের খবর, রবিবার অর্থাৎ মহালয়ার দিন সকাল ৭টায় হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো মিলবে। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকেও ওই একই সময় প্রথম মেট্রোটি পাওয়া যাবে।