• ভূমিকম্পের কবলে এবার বাংলাদেশ, কাঁপল মেঘালয়-সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চল
    প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের পর এবার ভূমিকম্পের কবলে ভারতের প্রতিবেশী বাংলাদেশ। রবিবার বেলা ১২টা নাগাদ মাঝারি মাত্রার কম্পন অনুভূত হল ইউনুসের দেশে। জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০ মাত্রার। বাংলাদেশের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে, ভারতের মেঘালয়-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। অবশ্য এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

    সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৫.০৪ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এবং ৯১.৫৭ ইস্ট লঙ্গিটিউডে। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে সীমান্তবর্তী বাংলাদেশ। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ও মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের একাধিক আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মেঘালয় এবং এর সংলগ্ন অঞ্চলগুলি সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। এখানে ছোট থেকে মাঝারি ভূমিকম্প অস্বাভাবিক নয়। এই অঞ্চলে আগেও ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আফটার শকের সম্ভাবনা রয়েছে। ফলে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

    এদিকে রবিবার গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ৪১ নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১২ কিলোমিটার নিচে।
  • Link to this news (প্রতিদিন)