উৎসবের আবহে শিলিগুড়ি-সিকিমে আরও সরকারি বাস, অনলাইনেও করা যাবে বুকিং
প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৫
বিক্রম রায়, কোচবিহার: শিলিগুড়ি থেকে সিকিম রুটে পর্যটকদের কথা মাথায় রেখে এবার বাসের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। এতদিন এই রুটে একটি মাত্র বাস চলাচল করত। রবিবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির-গ্যাংটক (সিকিম) রুটে আরও একটি বাস প্রতিদিন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের আবহে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বহু যাত্রী উপকৃত হবেন।
বাসটি সকাল ৭টায় শিলিগুড়ি থেকে ছাড়বে, উল্টো দিক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আড়াইটা নাগাদ সেই বাসটি রওনা হবে। তাছাড়া শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত পরিষেবা মিলবে। এখন যে সমস্ত বাস চলাচল করে সেগুলোর বুকিং এখন অনলাইনও করা যাবে বলেই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ”পর্যটকদের কথা মাথায় রেখেই শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া যাতে যাত্রীদের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সুবিধা হয়, তারজন্য দার্জিলিং রুটের বাসগুলিতে অনলাইন বুকিং চালু করা হচ্ছে।”
এছাড়াও পুজোর কথা মাথায় রেখে রয়েছে বিশেষ ব্যবস্থাও। পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ”চতুর্থী এবং পঞ্চমীতে শিলিগুড়ি থেকে প্রবীণ নাগরিকদের জন্য পুজো মণ্ডপ ভ্রমণের ব্যবস্থা নিগমের পক্ষ থেকে করা হয়েছে। তারজন্য এসি এবং নন-এসি বাস ব্যবহার করা হবে।”